নিজস্ব সংবাদদাতা: বুধবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালক সহ দু’জনের। খড়গপুরের মাতকাতপুরের দুর্ঘটনা প্রবন এলাকায় বেপরোয়া সরকারি বাসের ধাক্কাতেই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সম্পর্কে মামা ও ভাগনা এই দুজনে একটি স্কুটিতে করে মোহনপুর থেকে ফিরছিল। ঘটনাস্থল থেকে পাওয়া একটি এয়ারগান রহস্য সৃষ্টি করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সুত্রে জানা গেছে নিহত সেখ রাজা খড়গপুর পাঁচবেড়িয়ার বাসিন্দা। ২০বছর বয়সী রাজা খড়গপুরের মোহনপুর থেকে তার ১২বছর বয়সী ভাগনা সেখ নুরতাজা কে নিয়ে পাঁচবেড়িয়া ফিরছিল স্কুটিতে করে। রাজার বাড়ি মেদিনীপুর শহরের সিপাইবাজারে।
খড়গপুর অভিমুখে ফেরার সময় বিএড কলেজের সামনে একটি গাড়িকে ওভারটেক করে প্রচণ্ড দ্রুত গতিতে আসছিল
গোপীবল্লভপুর-মেদিনীপুরগামী সরকারি বাসটি। একই সময়ে ওই গাড়িকে পাশ কাটায় স্কুটির চালক রাজা। আর তখনই মুখোমুখি হয়ে যায় সরকারি বাসটির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটির গতিবেগ এতটাই দ্রুত ছিল যে সামনে স্কুটি দেখেও তাকে নিয়ন্ত্রন করতে পারেনি বাস চালক। প্রচণ্ড গতিতেই ধাক্কা মারে সে। স্কুটি সমেত দুজনেই বাসের নিচে খাঁচা বন্দি হয়ে যায়। ওই অবস্থায় বাসটি তাঁদের ঘসটে নিয়ে যায় তিরিশ মিটারের মত।
ঘটনার পরই ছুটে আসে স্থানীয় জনতা। বাসটিও দাঁড়িয়ে পড়ে। পুলিশ এসে উদ্ধার করে দুজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায়। সেখানেই মৃত ঘোষনা করা হয় দুজনকেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে রহস্য বাড়িয়ে মৃতদের স্কুটি থেকে উদ্ধার হয়েছে একটি এয়ারগান। কি কারনে এদের কাছে এয়ারগান ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। রাজার কোনও অপরাধ জনিত যোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাসের চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।