নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক এক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই একটি গাড়ি পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২জনের। বাকিদের হাসপাতালে আনার পর মারা যান আরও ৪জন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা শহরের কাছে, বাটোট-কিস্তোয়ার জাতীয় সড়কে। মৃত্যুর সঙ্গে তিনজন লড়াই করছেন জম্মুর সরকারি মেডিকেল কলেজে। অনুমান করা হচ্ছে ভারি তুষারপাতের কারনেই গাড়ির ওপর নিয়ন্ত্রন হারিয়েছিল চালক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত কয়েকদিন ধরেই তুষারপাতের জেরে কাশ্মীরে বিভিন্ন রাস্তায় বরফ জমে আছে। ফলে খুবই সাবধানে গাড়ি চলাচল করছে। মঙ্গলবার দুপুরে কমপক্ষে ২০ জন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে বাটোট-কিস্তোয়ার জাতীয় সড়ক ধরে আসছিল। ডোডা শহরের কাছে এসে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া গাড়িটি। তারপর রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকেরা ওই যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তাররা ১৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন যাত্রী ওখানে ভরতি আছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডোডা শহরের সিনিয়র পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুপুরে একডজনের বেশি যাত্রী নিয়ে একটি গাড়ি বাটোট-কিস্তোয়ার জাতীয় সড়ক ধরে আসছিল। ডোডা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিনজন। যদিও সরকারি ভাবে তুষারের কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে এমনটা এখনও বলা হয়নি । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনার একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে প্রাণ হারান দুই সেনা জওয়ান।সেক্ষেত্রেও তুষারপাতই দুর্ঘটনার কারন বলে জানিয়েছিল পুলিশ ।