Homeএখন খবরঘুমে ঢুলে পড়তেই ট্রাক্টরে ধাক্কা, বিহারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২ শিশু সহ...

ঘুমে ঢুলে পড়তেই ট্রাক্টরে ধাক্কা, বিহারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২ শিশু সহ ১১, আহত ৪

নিজস্ব সংবাদদাতা: ভোর রাতে চোখ লেগে গেছিল চালকের আর তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি যাত্রী বোঝাই এসইউভি ( টাটা সুমো বা স্করপিও জাতীয় গাড়ি )সোজাসুজি ধাক্কা মারল ট্রাক্টরকে। শনিবার ভোর রাতে বিহারের মুজফ্ফরপুর জেলার ২৮নম্বর জাতীয় সড়কে ট্রাক্টরের সঙ্গে সেই সংঘর্ষে মৃত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে ২জন শিশু রয়েছে। ঘটনায় আহত ৪ জন।  পুলিশ জানিয়েছে , ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে চারটা নাগাদ। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিতে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই এসইউভি গাড়ি। আর এই নিয়ন্ত্রন হারানোর কারন হিসাবে চালকের হঠাৎ করে ঘুমে চোখ লেগে যাওয়া মনে হচ্ছে। শুধু তাই নয়, গাড়ির মধ্যে থাকা যাত্রীরাও ঘুমিয়ে থাকায় মৃত্যুর হার বেশি হয়েছে। কারন দুর্ঘটনার সময় জেগে থাকলে মানুষ যে নূন্যতম বাঁচার চেষ্টা করে এক্ষেত্রে তা সম্ভব হয়নি ফলে মৃত্যুর হার বেড়েছে।

পুলিশ জানিয়েছে, গুরুতর জখম অবস্থায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের। চলছে চিকিৎসাও। আগামী ২৪ ঘণ্টা আহতদের কড়া নজরে রাখা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় পুলিশ আধিকারিক কুন্দন কুমার বলেছেন, “দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন এবং আরও চার জন গুরুতর আহত হয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর”
এদিকে দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্থ নিহতদের পরিবার পিছু ১০লক্ষ টাকা পরিবারের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ শুরু করলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
জেলা শাসক রনজিৎ কুমার সিংহ বলেন, “নিহতদের সনাক্তকরণ করা হচ্ছে। মৃত ব্যক্তিদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেওয়া হবে।’

RELATED ARTICLES

Most Popular