Homeএখন খবরবিয়ের অনুষ্টানে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট মহিলা, ঝাড়গ্রাম শহরের ঘটনায় শোকের...

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট মহিলা, ঝাড়গ্রাম শহরের ঘটনায় শোকের আবহ

নিজস্ব সংবাদদাতা: বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে মর্মস্পর্শী দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরে মর্মান্তিক ঘটনাটি ঘটে  ঝাড়গ্রাম শহরের একটি শপিং মলের সামনের রাস্তার ওপরেই। ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঞ্জু মাহাতো(৩৫) ওই মহিলার বাড়ি ঝাড়গ্রামের জারুলিয়া গ্রামে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক নিমন্ত্রিত বাড়িতে বিয়ে প্রীতিভোজে অংশ নেওয়ার আগে উপহার সামগ্রী কেনাকাটার জন্য ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম এলাকায় এসেছিলেন।  স্বামীর স্কুটারের পেছনে বসে যাওয়ার পথে লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা।লরির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই  মারা যান তিনি। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।  

RELATED ARTICLES

Most Popular