নিজস্ব সংবাদদাতা: পোলবা দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও দগদগে আর তার মধ্যেই আবার বেপরোয়া গাড়ি চালানোর মাশুল দিলেন দুই ভাই। ঘটনায় মারাত্মক জখম আরও ২জন । রবিবার সন্ধ্যায় এই ভয়াবহ দুর্ঘটনার স্বাক্ষী হুগলির চণ্ডীতলা। ঘটনায় প্রান হারালেন তৃণমূল বারাসতের কাউন্সিলর ও তাঁর ভাইয়ের। সূত্রের খবর, রবিবার সন্ধেবেলা হুগলির আরামবাগ থেকে বারাসত যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। ঘটনাটি ঘটে চণ্ডীতলা থানার অন্তর্গত অহল্যাবাই এলাকায়। একটি ট্র্যাক্টর পিছন থেকে ধাক্কা মারে তাঁর বোলেরোতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাস্থলেই মৃত্যু হয় কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্যের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর ভাই প্রণব ভট্টাচার্যকে। কিন্তু শেষপর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত কাউন্সিলরের স্ত্রী ও এক কন্যা বর্তমান । আচমকাই ঘটনার খবরে স্তম্ভিত পরিবার ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হুগলির তৃণমূল নেতৃত্ব। যান হুগলি জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা দিলীপ যাদব। ফোনে পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারও। এদিকে, অহল্যাবাই এলাকায় এখনও চাঞ্চল্যের পরিবেশ বজায় রয়েছে। এলাকায় সাময়িকভাবে যানজটেরও সৃষ্টি হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে নামি দামি এসইউভি গাড়ি গুলির কার্যকারিতা নিয়েও। ১০লক্ষ টাকারও অধিক ব্যয়ে কেনা বিশেষভাবে দূরপাল্লার জন্য ব্যবহৃত এই গাড়ি গুলি কতটা নিরাপদ!