নিজস্ব সংবাদদাতা : হেলমেট বিহীন বাইক আরোহীদের ওপর নজরদারি রাখছিল পুলিশ আর তা থেকে বাঁচার জন্য দ্রুত পালাতে গিয়ে বাসকে ধাক্কা মেরে মৃত্যু হল দুই যুবকের।বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার ধাত্রীগ্রাম এলাকার নিরোলগাছি তে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে মোটর সাইকেল আরোহীদের বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে আহত হয়েছেন ৪০ জনের মত বাস যাত্রী । আহতদের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । গুরুতর আহত ৫ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। পুলিশ কর্মীদের ধাক্কাধাক্কি, হেনস্থা করা হয় । ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্ষুব্ধ জনতার অভিযোগ এলাকার কয়েক জনের অভিযোগ পুলিশ তোলা আদায় করছিল তাই এই দুর্ঘটনা ঘটে । পুলিশ সুত্রে জানা গেছে মৃতদের নাম শাজাহান সেখ (২৩) ও ফিরোজ মল্লিক(২৬)। মৃতরা নদিয়া জেলার শান্তিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন যে পুলিশ হেলমেট বিহীন মোটর সাইকেল ধরছিল। তাদের হাত থেকে পালাতে গিয়ে জোরে গাড়ি চালায় মোটর সাইকেলের চালক । তাই এই দুর্ঘটনা ঘটে।