৬১৮ কোম্পানি বাহিনী তৃতীয় দফার ভোটে মোতায়েন থাকছে।আর দুই দিন পর রাজ্যে তৃতীয় দফায় ৩১ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হবে। ওই দিন নির্বাচনের জন্য মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
সম্প্রতি নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে৷জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। হাওড়া গ্রামীণ এলাকায় ১৩৩ এবং কমিশনারেট এলাকায় ১১ সহ মোট ১৪৪ কোম্পানি এবং হুগলি জেলায় ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।
বেশ কিছুদিন আগে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হয়েছে।এই দ্বিতীয় দফার নির্বাচনে দুই জেলায় মোট ৬৫১ কোম্পানি আধাসেনা মোতায়েন ছিল। পশ্চিম মেদিনীপুরে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাঁকুড়ায় ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং দক্ষিণ ২৪ পরগনায় ছিল ৭২ কোম্পানি আধাসেনা। শুধুমাত্র নন্দীগ্রামেই থাকছে ২১ কোম্পানি আধাসেনা মোতায়েন ছিল।
এছাড়া নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলার ভোট পরবর্তী হিংসা রুখতে ১ কোম্পানি মহিলা সহ মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে রয়েছে।
তৃতীয় দফায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা করতে শনিবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সংশ্লিষ্ট তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, এবং জেলার তথ্য প্রযুক্তির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।