ওয়েব ডেস্ক : নাক-মুখ-চোখ সবই একরকম। এমনকি জামকাপড়ও একই রকম পড়ে। আলাদাভাবে দেখলে অনেকেই একবারে চিনতে পারবেন না নয়ডার বাসিন্দা দুই যমজ বোন মানসী আর মান্যকে। কিন্তু এবার যা ঘটলো তা রীতিমতো চমকে যাওয়ার মতো। এককথায় মিরাকল! সদ্য প্রকাশিত হয়েছে সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির ফলাফল। তাতেই একেবারে অবাক করা নম্বর পেয়েছে দুই বোন মান্য ও মানসী। ফলপ্রকাশ হতেই দেখা যায় দুই বোনেরই প্রাপ্ত নম্বর একই। একে যমজ বোন তারওপর প্রাপ্ত নম্বরও ‘যমজ’, এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে তাজ্জব এলাকাবাসী। দু’জনেই ৯৫.৮% নম্বর পেয়েছে।
জানা গিয়েছে, মান্য ও মানসী গ্রেটার নয়ডার অ্যাস্টর পাবলিক স্কুল থেকে এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছে। তবে শুধুমাত্র একত্রিত নম্বরেই যে দু’জনে সমান পেয়েছে তা কিন্তু নয়, বরং প্রতিটি বিষয়েও একই নম্বর পেয়েছে। তাদের দুজনেরই ইংরাজি নম্বর ৯৮, কম্পিউটার সায়েন্সে ৯৮, ফিজিক্সে ৯৫, কেমিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশনেও ৯৫ নম্বর করে পেয়েছে।
এবিষয়ে মানসী জানিয়েছে, “দু’জনেই ভাল পরীক্ষা দিয়েছিলাম। ভাল ফল হবে নিশ্চিত ছিলাম। তবে এভাবে একই নম্বর পাব ভাবতেই পারিনি। আমাদের অনুমান ছিল মান্য বেশি নম্বর পাবে।” অন্যদিকে, মান্য জানিয়েছে, “দু’বছর আগে দেখেছিলাম যমজ বোন একই নম্বর পেয়েছে। তখন ভেবেছিলাম এটা একেবারেই কাকতালীয়। আমাদের ক্ষেত্রে যে এরকমটা হবে, একেবারেই ভাবতে পারিনি। এর আগেও আমরা কোনও ক্লাসে কখনও একই নম্বর পাইনি।”
তবে শুধুমাত্র যে দেখতে একই কিংবা পরীক্ষার নম্বরের ক্ষেত্রে একই ফল পেয়েছে তা কিন্তু নয়৷ তাদের ভবিষ্যতের স্বপনও এক। দু’জনেই ভবিষ্যতে ইঞ্জিনিয়র হওয়ার স্বপ্ন দেখে। করোনার কারণে এবছর জয়েন্ট এন্ট্রান্সের সময়সীমা পিছিয়েছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে হতে পারে পরীক্ষা। তাই এই মূহুর্তে জোরকদমে চলছে দুই বোনের পরীক্ষা প্রস্তুতি।