Homeএখন খবরবিজেপি রাজে পুলিশি বর্বরতা, বেধড়ক মার খেয়ে পুলিশ আধিকারিক ও সন্তানদের ...

বিজেপি রাজে পুলিশি বর্বরতা, বেধড়ক মার খেয়ে পুলিশ আধিকারিক ও সন্তানদের সামনেই বিষপান করলেন দম্পত্তি

নিজস্ব সংবাদদাতা: বিজেপি রাজ মানেই কি পুলিশের জঙ্গলরাজ! প্রশ্নটা মাঝে মধ্যেই উঠে আসে কারন পরিযায়ী শ্রমিকদের শরীর স্যানিটাইজ থেকে শিশুদের দিয়ে লাশ তোলানোর মত ঘটনা এই রাজ্যগুলিতেই নজরে পড়ে বেশি। দলিত আর গরিব মানুষের মৃতদেহ বেশি বেশি এই রাজ্যেগুলির পুলিশি লক-আপ গুলি থেকেই উদ্ধার হয় বেশি। এবার ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ক্লিপিংয়ে আরও বীভৎসতা নজরে পড়ল। দেখা গেল ছোট ছোট শিশু সন্তানদের সামনে কীটনাশক খেয়ে লুটিয়ে পড়েছে স্বামী-স্ত্রী আর তাঁদের দেহ দুটিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে কচি কচি হাতগুলো। হাহাকার দীর্ন কান্নার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ আধিকারিকরা।

মাত্র কিছুদিন আগেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ভাঙিয়ে মধ্যপ্রদেশের ক্ষমতায় এসেছে ‘গণতন্ত্রের গুনগ্রাহী’ নরেন্দ্র মোদির বিজেপি। আর আসার পরই সে রাজ্যের পুলিশের ভোলও পাল্টে গেছে। ওই ভিডিওর আগের ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের গুনা তে এক কৃষক দম্পত্তির চাষ করা ক্ষেতের ফসল ফসল নির্মমভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। হাউমাউ করে সেই ফসল রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছেন দম্পত্তি। বড় মেহেনতে উৎপাদন করা ওই ফসলই যে সমবৎসরের সম্বল।

পরের ভিডিও ক্লিপিংটিতে দেখা যাচ্ছে ফসল বাঁচাতে যাওয়া দম্পত্তিকে নির্দয়ভাবে পেটানো হচ্ছে। স্বামীকে বাঁচাতে শরীর পেতে দিয়েছেন স্ত্রী। পুলিশ তাঁকেও পেটাচ্ছে। আর সেই সুযোগ নিয়ে অন্য একটি পুলিশের দল ধ্বংস করে দিচ্ছে ফসল। হতাশায়, আশঙ্কায় এবার বাড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলেছেন, মাটিতে পড়ে ছটফট করছেন আর তাঁদের জড়িয়ে হাহাকারে ভেঙে পড়েছে সন্তানেরা। জানা গেছে ওই জমিটি তাঁরা যোগাড় করেছিলেন এক ব্যক্তির কাছ থেকে। সরকারের জমি যেখানে একটি কলেজ বানানোর কথা ছিল।

সেই জমি খালি করাতে যায় পুলিশ। সেই সময় রাজকুমার আহিরওয়ার(৩৮) এবং তাঁর স্ত্রী সাবিত্রী এসে বাধা দেয় পুলিশকে। তখন পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। বাচ্চাদের সামনেই নির্দয়ভাবে মারা হয় তাঁদের । এবং ফসল নষ্ট করে দেওয়া হয়। প্রতিবাদ হিসেবে পুলিশের সামনেই ওই দলিত দম্পতি বিষ খেয়ে নেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই শুরু হয় হইচই।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গুনার কালেক্টর ও এসপিকে পুরো ঘটনার জরুরি ভিত্তিতে তদন্ত করতে বলেন। কংগ্রেসের তরফ থেকেও এই ঘটনার প্রতিবাদ করে, দোষীদের শাস্তি দাবি করা হয়। তবে জমি খালি করতে বলাতেই ঝামেলা শুরু করে ওই দম্পতি। এই জমি না থাকলে তাঁরা সর্বহারা হয়ে যাবে। তখনই প্রতিবাদ জানাতে কীটনাশক খায় তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি দেখে সকলেই নড়েচড়ে বসেছেন। এই ভিডিও দেখে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ট্যুইট করে বলেন, “দলিত দম্পতিকে নির্দয় ভাবে মারছে পুলিশ। এ কোন ধরণের জঙ্গলরাজ চলছে?” তিনি আর ও বলেছেন, “এটা যদি সরকারের জমি হয়ে থাকে, তবে আইনি ব্যবস্থা নিয়ে এই সমস্যার সমাধান করা যেত। তাই বলে এভাবে মারা কেন হবে?” এই ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে।
নির্লজ্জ পুলিশের অবশ্য ব্যাখ্যা, ভিডিও ক্লিপিংগুলি এদিক ওদিক জুড়ে বানানো হয়েছে, পুলিশকে বদনাম করতেই।

RELATED ARTICLES

Most Popular