✍️কলমে: শৈলেন চৌনী
১০.
মানচিত্রের গায়ে অন্ধকার। আঙুল ভর্তি আলো ক্রমশ কাদার ভেতর ঢুকে যাচ্ছে। মোহহীন শলাকা যেমন একদিন,আবদারে খুলেছিল নিদাঘ পরাগ।
১১.
বিড়ির সরে যাওয়া আগুন থেকে ফুরিয়ে যাচ্ছে একেকটা সন্ধ্যা। মথের মতো ক্রমশ আমার মুখ মিশে যাচ্ছে আঁকাবাঁকা সন্ধ্যার ভেতর। নির্ভীক, সন্দেহ নিয়ে ভোররাতে তবুও ঘুম ভাঙে সন্ন্যাসীর— দ্যাখে দেহ ও পালক থেকে হাঁসেরা খুঁজে নিচ্ছে
পরিমাণ মতো জল।