দাবী

✍️কলমে: আভা সরকার মন্ডল

মনের চৌহদ্দিতে যার নাম লেখা ছিল না
বিবশতার সিঁড়ি বেয়ে উঠলেই কি
ছোঁয়া যায় তার হাত?
কন্ঠে কতটা কাতরতা উঠে এলে
সাড়া দিয়ে দ্বার খোলে দখিন-দুয়ার?

কতটুকু ব্যাকুলতা চিনিয়ে দেয়
হৃদয় নিংড়ানো নির্যাসে অমৃতের গন্ধ?
যত্নের ছোঁয়ায় কতটা প্রাণ মেশালে
শিথিল হয় অঙ্গ-প্রত্যঙ্গ?

প্রায়শ্চিত্তের দলিলে কটা লাইন লিখলে
কাছে আসে বর্তমান ?
মাটিতে কতটা শেকড় প্রোথিত থাকলে
স্থির থাকা যায় উলট- পালট ঝড়ে?….

অ-বিক্রিত সম্পদ সর্বদা
ন্যায্য মূল্যই দাবী করে।

মানানসই

আভা সরকার মন্ডল

ভ্যাবাচ্যাকা বর্তমান লুকিয়েছে মুখ
অনিশ্চিত ভবিষ্যতের ভরসা নেই কোনো।
আর এসবের গোলমালে
অতীত মিথ্যে হয়ে যায় সবসময়।

ছিল, সবই ছিল অতীতে,
গাছ উপড়ে পড়ার আগে
যেমন ছিল, সবুজ ঘন ভরসা
নিশ্চিত আশ্রয়ে আভিজাত্যের ছিল
দ্বিধাহীন বিচরণ।

এখন সূর্য চলে গেছে গ্রহণ -এর কবলে
কাফনে জড়িয়ে তাই, সবুজ পোহায় শীত।
যদিও, আশা একাই প্রতিস্থাপন করে মাটিতে
উপড়ে পড়া গাছ ।
প্রশ্ন তবু থেকেই যায়…
সে কি অভিমানে ঝরিয়ে ফেলবে পাতা
না কি ছায়া দেবে আগেরই মতো ?

ভুলের সঙ্গে ভুল জড়িয়েছে কতই
প্রকৃতির সঙ্গে প্রতিশোধ শব্দটি
এখন বড্ড মানানসই!!

RELATED ARTICLES

Most Popular