উন্মোচন

✍️কলমে: সতীন্দ্র অধিকারী

১.
খাতা জমা রেখে যেতে হবে বলে
তাড়াহুড়ো করব না কখনও

এই যে ঘর আর ঘরের চার দেয়াল
উঠানে কাঁঠালের গা বেয়ে বুনো লতা
আর এই যে ভারতীয় আকাশ
বেকারত্বের শরীরময় অহংকার

অ্যাতো যে লিখে রাখছি আর
ভাবছি আর ছিঁড়ে ফেলছি দিনরাত

অথচ অন্ধকার কাটাতে পারছি কই!

২.
আমাদের ভবিতব্য নিয়ে অ্যাক লাইনও
লিখতে আসবে না কেউ!
পুঞ্জীভূত তুমুল ঝড় আর
বাদলির রাত্রে ওই দূরে

হই হই করতে করতে বেরিয়ে পড়েছে যারা
অনাবশ্যক মুঘল করমচার মতো
ইজি চেয়ার
আর পানপাত্রে উথলে ওঠা সোমরস

ছিন্ন করো
ছিন্ন করো ধূম্রাকার এই অন্তঃপুর
আমরা তো শুধুই বুদবুদ!

RELATED ARTICLES

Most Popular