ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এর জেরে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কন্টেইনমেন্ট এলাকাগুলিতে ফের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত ২৪ ঘন্টায় নতুন করে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯৮৬ জন। যা এ পর্যন্ত সর্বাধিক। ফলে এই নিয়ে এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,৮২৩ জন। কোনো রকম অন্যন্য অসুখ ছাড়াই বুধবার ২৪ ঘন্টায় প্রায় ২৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা হল ৮২৭।
গত মাসে বেশ কিছুদিন আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছিল। সে সময় মনে করা হচ্ছিল রাজ্যে ধীরে ধীরে কমছে করোনা তান্ডব। কিন্তু যত দিন যাচ্ছে তাতে সেই ভুল ধারণা ভাঙছে। বুধবারও রাজ্যে আক্রান্তের নিরিখে শীর্ষে ছিল কলকাতা। এদিন কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছে ৩৬৬ জন। আগে আক্রান্তের নিরিখে কলকাতার পরই ছিল হাওড়ার নাম। কিন্তু বর্তমানে হাওড়ায় সংক্রমণের পরিমাণ সামান্য কমেছে। ফলে কলকাতার পরই এখন উত্তর ২৪ পরগণা রয়েছে। গত ২৪ ঘন্টায় এর জেলায় আক্রান্তের সংখ্যা ২২৩ জন। এরপর রয়েছে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার নাম। বুধবার হাওড়ায় ১০৬ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ১০৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘন্টায় মালদায় মারণ ভাইরাসে সংক্রমিত ৪৫ জন।
এদিকে আক্রান্তের পাশাপাশি ক্রমশ আশঙ্কা বাড়াচ্ছে মৃত্যুর হারও। মৃত্যুর ক্ষেত্রেও কলকাতা ও উত্তর ২৪ পরগনা অনেকটাই এগিয়ে। বুধবার কলকাতা ও উত্তর ২৪ পরগণায় ৬ জন করে করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে। ৫ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। মালদায় মৃত্যু হয়েছে ২ জনের। এদিকে বুধবার গোটা রাজ্যে মোট ১০,৩৮৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য দফতরের পাওয়া রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত মোট ৫,৭২,৫২৩ টি নমুনা পরীক্ষা হয়েছে।
সংক্রমণ যে হারে বাড়ছে তা রীতিমতো বেলাগাম হয়ে পড়েছে। এর জেরে বৃহস্পতিবার বিকাল থেকে আগামী ৭ দিন রাজ্যের বিভিন্ন কন্টেইনমেন্ট এলাকাগুলিতে কড়া লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য। কিন্তু আনলক ২ এর পর থেকে যে হারে বেড়ে চলেছে সংক্রমণ তাতে আদৌ কি লকডাউনে সুফল মিলবে, সেই আশঙ্কাতেই রয়েছে সাধারণ মানুষ।
বেলাগাম করোনা থাবা, রাজ্যে একদিনে সংক্রমিত প্রায় ১০০০
RELATED ARTICLES