নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকায় আত্মহত্যা করলেন এক পরিযায়ী শ্রমিক। মাত্র ২৫ বছর বয়সী ওই যুবক লকডাউনে কাজ হারিয়ে বাড়ি ফিরছিলেন কুড়ি বাইশ দিন আগেই। বাড়ি ফেরার আগে নিয়মমাফিক ১৪ দিন ছিলেন গ্রামেরই প্রথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে।
শুক্রবার সেই কোয়ারেন্টাইন সেন্টারের পাশেই একটি গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম অসীম ঘোষ। বাড়ি গড়বেতা থানার কাঞ্চনগিরি গ্রামে।
মৃত যুবকের বাবা দীপক ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা বেলাতে দাদার সঙ্গে মোবাইলে লুডো খেলেছে অসীম। তারপর বন্ধুদের সাথে পিকিনিক করবে বলে বেরিয়ে যায়। রাতে বাড়ি ফেরেনি। মোবাইললেও পাওয়া যায়নি তাকে। এরপর শুক্রবার সকালে প্রতিবেশীরা খবর দেয় যে প্রাথমিক বিদ্যালয়ের পাশেই গলায় দড়ি দিয়ে ঝুলছে অসীম।
খবর পেয়েই ছুটে আসে চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করলে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য।
পরিবার সূত্রে জানানো হয়েছে ইতিপূর্বে দু’দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন অসীম। একবার বিষ ও আরও একবার গলায় দড়ি দিয়েছিলেন যদিও সেই দুবারই বেঁচে যান। এবার আর তা হলনা। পুলিশ জানিয়েছে, গভীর মানসিক অবসাদ থেকেই এই ঘটনা।