✒️কলমে: মধুছন্দা মিত্র ঘোষ
পাইন গাছের চেনা উপমায়
হিমে মুচড়ে ওঠে
একচিলতে পাহাড়ি গ্রাম __ পেলিং
তীব্র শীতের আওতায়
প্রসারিত কাঞ্চনজঙ্ঘার
আশ্চর্য রূপবদলের খেলা
ওই পাহাড়বেলা, যেন প্রত্ন হয়ে ফুটে আছে
বিপন্ন শীতের পূর্বরাগে
প্রিয় আদলে, মধুমতী রাতের আকাশ
কুসুমস্মৃতি গানের রেণু ঝরিয়ে রাতভর নিবিড় থাকা
প্রপাতের গল্পগুলির নিসর্গ সংবাদে, ভ্রমণ ছুঁয়ে
অসামান্য প্রফুল্লতায়
আমি হাঁটতে হাঁটতে ভাসতে ভাসতে
কোনও এক একলা পথিক