Homeএখন খবররাজ্যের নিরাপত্তা উপদেষ্টার প্রাক্তন স্ত্রীর রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার মা-মেয়ের দেহ

রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার প্রাক্তন স্ত্রীর রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার মা-মেয়ের দেহ

রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার প্রাক্তন স্ত্রীর রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার মা-মেয়ের দেহ

ওয়েব ডেস্ক : রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থর প্রাক্তন স্ত্রী ও তার মায়ের রহস্য মৃত্যু। জানা গিয়েছে, সল্টলেকের বিই ব্লকের একটি বাড়িতে থাকতেন বছর ৫৯ এর শর্মিষ্ঠা করপুরকায়স্থ ও তার মা পাপিয়া দে (৮০)। খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন মা ও মেয়ে। মৃত্যুর আগেরদিন হাসপাতালেও গিয়েছিলেন তারা। কিন্তু করোনার উপসর্গ থাকলেও তারা কেউই হাসপাতালে ভরতি হননি। এরপর শনিবার রাতে তাদের আত্মীয়রা বারংবার ফোন করলেও শর্মিষ্ঠা দেবীর সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না৷ এরপরই আত্মীয়দের তরফে শনিবার রাতে বিধাননগর কমিশনারেটে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর রবিবার সকালে বিধাননগর উত্তর থানার পুলিশ সল্টলেকের বিই ব্লকের ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে দুটি আলাদা ঘর থেকে দেহ দুটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দেহ দুটির শরীরে কোনও প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঠিক কারণে মৃত্যু হল তা এখনো জানা না গেলেও ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।

জানা গিয়েছে, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থর প্রাক্তন স্ত্রী শর্মিষ্ঠা করপুরকায়স্থ বিজেপি সদস্য ছিলেন। সুতরাং বিজেপির তরফে তাদের কর্মীর এহেন রহস্য মৃত্যুতে যথাযথ তদন্তের দাবি করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular