Iওয়েব ডেস্ক : আজ থেকেই জনধন যোজনা অ্যাকাউন্টে ঢুকবে টাকা। করোনার জেরে দীর্ঘদিন লকডাউন ছিল দেশ। সেই সময়
দরিদ্রদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে নানা আর্থিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল তাদের মধ্যে একটি প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টের মাধ্যমে এই অ্যাকাউন্টের আওতায় থাকা গরিব ও দুঃস্থ মহিলাদের ৩ মাস ৫০০ টাকা করে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছলেন মোদি সরকার।
প্রতিশ্রুতি অনুযায়ী এই যোজনার আওতায় থাকা মহিলারা ইতিমধ্যেই দু দফায় তাঁদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। জানা গিয়েছে, আজ থেকে ফের তৃতীয় দফায় অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে প্রথম থেকেই কেন্দ্রের তরফে অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে বিভিন্ন তারিখে ব্যাংকগুলিতে এই টাকা পাঠানো হয়েছে। এইবারও তার অন্যথা হবে না। অর্থাৎ তৃতীয় দফাতেই নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতেই টাকা ঢুকবে। সে অনুযায়ী টাকাও তোলা যাবে বিভিন্ন তারিখে।
তবে পাশাপাশি আপনাকে জেনে নিতে হবে আপনার ব্যাঙ্ক তহবিলে কিভাবে বুঝবেন কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এবং কোন সময়ে আপনার তহবিলে টাকা ঢুকবে কারন তা নাহলে আপনি অযথা ব্যাঙ্কের সামনে গিয়ে হয়রানি হবেন। এমনিতেই সামাজিক দূরত্ব বজায় রেখে টাকা তুলতে বলা হচ্ছে তার ওপর টাকা তোলার জন্য এত মানুষ হাজির হচ্ছেন যে ব্যাঙ্ক কর্মীরা হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় বাড়ি থেকেই আপনি সঠিক নিয়ম জেনে গেলে সুবিধা হয় অনেকখানি।
কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, যদি আপনার অ্যাকাউন্টের শেষ নম্বর হয় ০ -১ তবে আজই আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অ্যাকাউন্টের শেষ নং ২ কিংবা ৩ হলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আগামী ৬ তারিখ। যারা অ্যাকাউন্ট নম্বরের শেষে ৪ এবং ৫ রয়েছে তাঁরা টাকা তুলতে পারবেন ৮ জুন। এভাবে ৬ ও ৭ অ্যাকাউন্ট নম্বর টাকা পাবেন ৯ জুন এবং ৮ ও ৯ নম্বরের আওতায় থাকা অ্যাকাউন্ট হোল্ডারা টাকা পাবেন ১০ জুন।
কেন্দ্রীয় সরকারের তথ্য অনু্যায়ী ২০ জুনের মধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে তৃতীয় দফার টাকা।