Homeটেক আপডেটআবারও একটি ভারতীয় আ্যপ রিমুভ করল গুগল ‌প্লে-স্টোর

আবারও একটি ভারতীয় আ্যপ রিমুভ করল গুগল ‌প্লে-স্টোর

ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই Mitron আ্যপটিকে গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে গুগল কিন্তু এবার আরও একটি ভারতীয় অ্যাপ্লিকেশন যার নাম ‘Remove Chaina App’ সম্প্রতি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে সার্চ করে পাওয়া যাচ্ছে। অ্যাপটি বানিয়েছিল ভারতীয় একটি এপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানি OneTouchAppLabs জয়পুর বেস এই কোম্পানিটি আজকের টুইট করে একথা জানিয়েছে যে তাদের একটি গুগল প্লে স্টোর থেকে সাসপেন্ড করা হয়েছে যার কারণ হিসেবে প্লে স্টোর টিম জানিয়েছে এই অ্যাপটি ‘deceptive behavior Policy’ ভায়োলেট করার কারণে অ্যাপটিকে সাসপেন্ড করা হয়েছে।

তাদের পলিসি অনুযায়ী এই অ্যাপটি ব্যবহারকারীদের
মোবাইলের সেটিং এ অজান্তেই পরিবর্তন আনছে এছাড়াও  ব্যবহারকারীদের উদ্দেশ্যে অসৎ আচরণ ইত্যাদির কারনে এই অ্যাপ্লিকেশন থেকে প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছে। এই অ্যাপটির প্রধান কাজ ছিল ব্যবহারকারীদের সমস্ত চাইনিজ অ্যাপ্লিকেশানগুলি কে খুঁজে এনে একটা লিস্ট এর মধ্যে দেখানো এবং ব্যবহারকারী চাইলে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যেকোনো  আ্যপ আনইন্সটল করতে পারে।

অ্যাপ্লিকেশনটি প্রায় ৫ মিলিয়ন ডাউনলোড ক্রস করে ছিল এবং প্রায় ৫.৮ এর রেটিং ছিল এই আ্যপলিকেশনে। এই আ্যপের ডেভেলপার জানিয়েছেন যে তাদের অ্যাপ এর মধ্যে কোন পলিসি ভায়োলেশন ছিলনা। তারা শুধুমাত্র চীনের যে সমস্ত অ্যাপসগুলোকে ডিটেক্ট করে ব্যবহারকারীদের দেখাতে এবং তারা চাইলে সেই আ্যপলিকেশনগুলি আনইন্সটল করতে পারে।

RELATED ARTICLES

Most Popular