Homeএখন খবরঝাড়গ্রামে কালবৈশাখীর গ্রাসে ২৩ ছাগল, নিঃস্ব হত দরিদ্র ৩পরিবার

ঝাড়গ্রামে কালবৈশাখীর গ্রাসে ২৩ ছাগল, নিঃস্ব হত দরিদ্র ৩পরিবার

নিজস্ব সংবাদদাতা: সোমবার মর্মান্তিক এক বজ্রপাতের ঘটনায় নিঃস্ব হয়ে গেল হত দরিদ্র তিনটি পরিবার। মাঠে চরতে গিয়ে মারা গেল ২৩ টি ছাগল। লকডাউনে দিনের পর দিন কাজ করতে পারেনি দিন মজুর পেশায় থাকা ওই পরিবারের কর্মক্ষম মানুষ গুলি। ফলে একমাত্র আয়ের উৎস ছিল ওই ছাগলগুলি যা সময়ে সময়ে বিক্রি করে তাঁদের জীবন যাপন চলছিল কিন্তু সোমবারের ঝাঁপিয়ে পড়া কালবৈশাখী আর তার সঙ্গে প্রবল বজ্রপাত কেড়ে নিয়ে গেল। দরিদ্র পরিবার গুলির একমাত্র টিকে থাকার ভরসাকেও।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার এবং ওই থানা এলাকারই শালবনী গ্রাম পঞ্চায়েত এলাকার লাউড়িয়াদাম গ্রামের লাগোয়া জঙ্গল ঘেরা মাঠে যেখানে প্রতিদিনের মতই সকাল বেলায় ছাগলগুলিকে চরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। স্থানীয় বিধায়ক চূড়ামনি মাহাতো জানান, ” সহায় সম্বলহীন এই তিনটি পরিবার বর্তমানে পুরোপুরি পশুপালন নির্ভর জীবিকার ওপরেই নির্ভরশীল। ছাগল ছাড়া বাড়িতে হাঁস মুরগি পালন করে থাকেন। এখানকার ঊষর মাটি কৃষিকাজের পক্ষে ততটা সহায়ক নয় আর যদিও বা কোনও কোনও জায়গায় চাষবাস হয়েও থাকে সেটা এঁদের পক্ষে সম্ভব হয়না জমি নেই বলে।”

বিধায়ক আরো বলেন,  “দিনমজুরি আর পশুপালনই এঁদের একমাত্র আয়ের উৎস। জঙ্গলের গাছপালা পশুপালনের জন্য সহজ ও বিনামূল্যের খাদ্য ভান্ডার। সে কারনেই গরিব মানুষ পশুপালন করে থাকেন। এই ঘটনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি পরিবার। আমি চেষ্টা করছি যাতে এঁরা ক্ষতিপূরণ পেতে পারেন।”

ঝাড়গ্রাম থানার শালবনি অঞ্চলের লাউড়িয়াদাম গ্রামে দুপুরে মাঠে ছাগল গুলি চড়ছিল।সেই সময় বাজ পড়ে ছাগল গুলির উপর ।তেইশটি ছাগল মারা যায়।জানা গেছে সোমবার বেলা ১ টা নাগাদ ঘন কালো মেঘ তৈরী হয়ে প্রথমে বৃষ্টিপাত শুরু হতেই ছাগলগুলো গ্রামের দিকে দৌড় দিয়েছিল। কিন্তু সেই সময় বজ্রপাত শুরু হয়। যে কোনও পশুর মতই বজ্রপাতে ভয় পেয়ে যাওয়া ছাগলের দল একটি খোলা মাঠের মধ্যে থমকে দাঁড়িয়ে পড়ে। ভয়ে জড়োসড়ো হয়ে তারা একে অপরের কাছাকাছি চলে আসে।

আর ঘটনাক্রমেই সেই সময় একটি প্রবল বজ্রপাত হয় ঠিক ওই জায়গাতেই। আর তারই অভিঘাতে বেশিরভাগ ছাগলই তড়িদাহত অথবা হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। আশ্চর্যের বিষয় ছাগলগুলির ওপর সরাসরি বাজ পড়েনি কারন কোনও ছাগলকেই ঝলসে যেতে দেখা যায়নি। দুঃখের বিষয় এই যে এই ২৩টি ছাগলের মধ্যে ১৫টি ছাগলই গর্ভবতী ছিল।

RELATED ARTICLES

Most Popular