নিজস্ব সংবাদদাতা: এক কালে যে কায়দায় আন্দোলন করত তৃণমূল সেই কায়দাতেই এবার শাসক তৃণমূলে পরিচালিত জেলাপরিষদ ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করল বিজেপি। বৃহস্পতিবার একটি রাজ্য সড়কের গর্ত হয়ে যাওয়া অংশের জমা জলে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানালেন বিজেপির কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
উল্লেখ্য বুধবারই ভারি বৃষ্টি হয়েছে জেলায়। আর এক রাতের বৃষ্টিতেই রাস্তার উপর হাঁটু ভর্তি জল। আর তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। কিন্তু রাস্তা সারাইয়ের কোনো হেলদোল নেই প্রশাসনের। বৃহস্পতিবার সেই রাস্তা সারাইয়ের দাবী জানিয়ে রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতিবাদ জানায় বিজেপি৷ ঘটনা গোয়ালতোড়ের আমলাশুলিতে। বৃহস্পতিবার আমলাশুলি অঞ্চল বিজেপির পক্ষ থেকে প্রতীকি অবস্থান বিক্ষোভ দেখিয়ে ধানের চারা পুঁতে দেওয়া হয় হুমগড় আমলাশুলি রাজ্য সড়কের উপর।
এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন আমলাশুলির বিজেপি নেতা উজ্জ্বল হাটুল, চন্দন মহন্ত প্রমুখরা। বিক্ষোভকারীদের দাবী দীর্ঘ দিন ধরেই হুমগড় আমলাশুলি রাজ্য সড়ক টি বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা সারায়ের দাবী জানিয়ে স্থানীয় বিদ্যালয় গুলির ছাত্রছাত্রী থেকে স্থানীয় মানুষ জন সকলেই বিক্ষোভ দেখান। কিন্তু প্রশাসনিক ভাবে আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। বিজেপির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, এর আগেও এই রাস্তার ওপর বারেবারে বিক্ষোভ হয়েছে এমনকি পড়ুয়ারাও বিক্ষোভ অবস্থান করছে। জেলা পরিষদ এবং স্থানীয় বিধায়ক রাস্তা মেরামতির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেই বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করেছেন। মানুষ তাঁদের কথাকে মান্যতা দিয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নিলেও কথা রাখেনি বিধায়ক বা জেলা প্রশাসন। এদিন বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী বর্ষার আগেই রাস্তা মেরামত না করলে তীব্র আন্দোলনের মুখে পড়তে হবে।
জেলাপরিষদ সূত্রে অবশ্য বলা হয়েছে ওই রাস্তা মেরামত করার জন্য পরিকল্পনা ও টাকা বরাদ্দ হয়ে থাকলেও করোনা পরিস্থিতিতে সেই কাজ শুরু করা যায়নি। পরিস্থিতির সামান্য উন্নতি হলেই কাজ শুরু করা হবে। বর্তমানে গোটা প্রশাসনই করোনা নিয়ে ব্যস্ত থাকায় উন্নয়নমূলক বেশ কিছু কাজে মনোনিবেশ করা যাচ্ছেনা। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আশা করা যাচ্ছে করোনা পরিস্থিতির শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে।