✒️কলমে: মাহমুদ হাফিজ
—————————————–
মধ্যরাতে খুট শব্দে ঘুমঘোরেই পাশ ফিরি। উত্তরদক্ষিণ লম্বা কক্ষ। পূবের জানালা হাট করে খোলা। পুরনো পালঙ্কে শুয়ে আছি। বোঁ বোঁ ঘুরছে বৃটিশ আমলের সিলিং ফ্যান। স্বপ্নঘোরে ছিলাম নাকি? নাহ !
আবারও শব্দ। হুসহাস। পালঙ্কেরপাশ, মেঝে, টেবিল, ড্রেসিং, টয়লেটে পা ফেলার শব্দ। নিশ্চিত ভূতের খপ্পড়ে পড়েছি। আতঙ্কে আধখোলা চোখ বন্ধ করে কাঁপতে থাকি। কাউকে ডাকবো? গলা শুকিয়ে গেছে, শক্তি নাই । ফ্যান চলছেই,তবু ঘামছি একাকার।
মধ্যরাতে আগ্রাফোর্ট স্টেশনে নেমে হোটেলে যেতে পারিনি। স্টেশনের দোতলায় রেলওয়ে যাত্রী নিবাস কক্ষভাড়া নিয়ে থেকে গেছি।
ভোরবেলা ভাড়া চুকিয়ে বের হচ্ছি। কেয়ারটেকার বললেন, রাতে ভয় পাননি তো? এখানে এন্তার বানরের উৎপাত !