✒️কলমে: অংশুমান চক্রবর্তী
———————————————
প্রতিটি লেখার মধ্যে ঢুকে পড়ি হুড়মুড় করে
চেনা চেনা গন্ধ ভাসে। মনে হয় দেখেছি কোথাও।
সরু আলপথ ধরে একা একা ছুটে যাই জোরে
শৈশবের বর্ণমালা, পদাবলী পাঠ দিয়ে যাও…
গানের শরীর থেকে ভেসে আসে ভেজা ভেজা সুর
আমাকে মাতাল করে, ঝেড়ে ফেলি ধূসর খোলস
অনিবার্য বিপদের থেকে হয়তো এক চিলতে দূর…
তবু তো স্বীকার করবে চুম্বনে নেই কোনো দোষ