Homeএখন খবরছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধরা...

ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ল করোনা, জড়ালো পশ্চিম মেদিনীপুরের নাম

নিজস্ব সংবাদদাতা: মাত্র একবেলায় ফের করোনার সঙ্গে জড়িয়ে গেল পশ্চিম মেদিনীপুরের নাম। মাত্র আধবেলার ব্যাপার,আধ বেলাই ঘটনাচক্রে থেকেছিলেন জেলায় তাতেই এক গুচ্ছ মানুষকে কোয়ারেন্টাইন করতে হিমশিম খেতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে। বারুইপুরে কর্মরত এক পুলিশ কর্মী গত ১১তারিখ ছুটিতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাড়িতে। ওই দিন সন্ধ্যায় শ্বশুরবাড়িতে গেছিলেন দেখা করতে। ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে ভর্তি হন ঘাটালের একটি নার্সিং হোমে। দেখা যায় শরীরের ভেতরে হাড় ভেঙেছে দুর্ঘটনার জেরে। অস্ত্রপচার প্রয়োজন। ১২তারিখ কলকাতার মুকুন্দপুরের মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। নিয়ম অনুযায়ী নতুন রোগী ভর্তি হলেই করোনা পরীক্ষা করা হয়, বৃহস্পতিবার জানা যায় কোভিড পজিটিভ ওই পুলিশ কর্মী।

ঘটনার পর ঘুম ছুটেছে জেলা প্রশাসনের। ব্যক্তির নিজের বাড়ি ও শ্বশুরবাড়ির সবাইকে কোয়ারেন্টাইন করা হয়েছে। ৫দিন পরে সবার নমুনা সংগ্ৰহ করা হবে করোনা পরীক্ষার জন্য। খোঁজ করার চেষ্টা করা হচ্ছে ঘাটালের নার্সিংহোমে কারা কারা যুক্ত ছিলেন ওই ব্যক্তির চিকিৎসার সাথে। খোঁজ চলছে সেই আ্যম্বুলেন্সে চালকের যে ব্যক্তিকে দুর্ঘটনাস্থল থেকে নার্সি হোমমে নিয়ে গেছিল এবং নার্সিং হোম থেকে মেডিকায় নিয়ে গেছিল।

শুক্রবার অপসারিত হচ্ছে খড়গপুর, মেদিনীপুর আর দাসপুরের ৬টি কন্টেনমেন্ট জোন। ৩০তারিখ অবধি মেদিনীপুরের একটি আর ২৫ তারিখ অবধি ক্ষীরপাইয়ের কন্টেন্টমেন্ট জোন থাকছে। এদিকে চন্দ্রকোনার ঘটনার পর সেখানে নতুন করে কন্টেনমেন্ট জোন করা হলেও হতে পারে। বৃহস্পতিবার সুস্থ হয়ে কলকাতা থেকে ফিরেছেন ক্ষীরপাইয়ের বৃদ্ধ। পশ্চিম মেদিনীপুরেই আক্রান্ত এমন পজিটিভ শুধু এই বৃদ্ধের সূত্রে আক্রান্ত হওয়া মেদিনীপুর নির্নয় হাসপাতালের তরুনী চিকিৎসাকর্মী।

RELATED ARTICLES

Most Popular