ডিজিটাল ডেস্ক: এবার টুইটারের কর্মীরা নিজেদের বাড়ি থেকেই সারাজীবনের জন্য কাজ করে যেতে পারবেন ঠিক এমনই অনুমতি দিয়েছে। টুইটারের প্রধান কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি এক ইমেইলে কর্মীদের এই অনুমতি দেন। কর্মীরা চাইলে সব কাজ নিজেদের বাড়ি থেকেই করতে পারবেন।
টুইটারের মুখপাত্রদের একজন দ্য গার্ডিয়ানকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন যে এই সময়ই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর সময় থেকে টুইটারের কিছু কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিয়েছিল কিন্তু সেটা সাময়িক ভাবে ছিল যতক্ষণ করোনার আবহ না কাটছে ততক্ষণ কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারবেন। কিন্তু টুইটারের কর্মকর্তা এখন একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যে সমস্ত কর্মীরা বাড়ি থেকে কাজ চালিয়ে যাচ্ছেন এখন যে সমস্ত কর্মীরা তাদের সমস্ত কাজ আজীবন কাল বাড়ি থেকে কাজ করতে পারবেন যদিও এটি সম্পূর্ণ কর্মীর ইচ্ছা তিনি বাড়ি থেকে কাজ করতে চান না অফিসে এসে কাজ করবেন।
তিনি আরো জানান বাড়ি থেকে যে যে কর্মীরা কাজ করছে তাদের বাদ দিয়েও তারা তাদের পরিষেবাটি কে ভালোভাবে পরিচালনা করতে পারছে সেজন্য কর্মীদের সেভাবেই তৈরি করা হচ্ছে যাতে তারা যেখানে বসেই কাজ করুক, দক্ষতার সঙ্গেই করতে পারেন। গত কয়েক মাসে এটা প্রমাণ হয়েছে যে আমরা আমাদের নির্ধারিত কাজগুলো বাড়ি থেকেই করতে পারছি। তাই পরবর্তীরা কর্মীরা যদি নিজেদের নিরাপত্তার কথা ভেবে মনে করে তাদের বাড়িতে থেকেই কাজ করা উচিত, তাহলে তারা সেটা আজীবন চলিয়ে যেতে পারবেন। তবে যারা অফিস করতে চান তার করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অফিসে এসে কাজ করতে পারবেন।