কলমে: অনাদিরঞ্জন বিশ্বাস–
বেশ তো আছি লকডাউনে। ঘণ্টা-মিনিট-সেকেন্ড গুনে
দিনরাত্তির পার হয়ে যায়
বন্দী থেকে ঘরের খাঁচায়।
লকডাউনে বেশ তো আছি
মরার ভয়ে দিব্যি বাঁচি।
আজকে বাঁচা, কাল কী হবে ?
আর কতকাল অমর র’বে?
বেশ তো আছি লকডাউনে
খবর খেয়ে, খবর শুনে,
ফোনস্ক্রিনে দু’চোখ এঁটে
দিব্যি সময় যাচ্ছে কেটে।
লকডাউনে বেশ রয়েছি
সঙ্গীবিহীন, সয়েই গেছি।
বই হয়েছে বন্ধু এখন
তাতেই নিবেশ করেছি মন।
লকডাউনে কাটছে খাসা
সার করেছি মায়ের ভাষা।
বাংলা বলি, বাংলা শুনি
কল্পনাজাল, তাও তো বুনি।
বুনতে গিয়ে এই তো কেমন
তৈরি হ’ল শব্দবুনন।
খারাপ কি এ? তোমরা বোলো –
সব মিলে যা তৈরি হ’ল!