Homeএখন খবরপাঁচ হাজারের নিচের এই স্নার্টফোনগুলিতে পাবেন ৩ জিবি র‌্যাম

পাঁচ হাজারের নিচের এই স্নার্টফোনগুলিতে পাবেন ৩ জিবি র‌্যাম

ডিজিটাল ডেস্ক: লকডাউনে এখন সমস্ত দোকানপাট এই বন্ধ এবং অ্যামাজন ফ্লিপকার্ট থেকে শুরু করে সমস্ত ইকমার্স প্ল্যাটফর্মগুলোও তাদের পরিষেবা বন্ধ রেখেছে। তবে লকডাউন শেষ হওয়ার পরে ইকমার্স পরিষেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। তাই এর মধ্যে যদি আপনি ৫,০০০ টাকার মধ্যে ৩ জিবি র‌্যামের ফোন নিতে চান তাহলে কোন ফোন গুলি ভাল হবে এই বাজেটের মধ্যে তা আমরা দেখে নেবো।

Photo credit‘Gizbot

১. Meizu C9 Pro

এই স্মার্টফোনটির দাম ৪,৯৯৯ টাকা এর মধ্যে আপনি পাবেন ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ডিসপ্লে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ প্রসেসর থাকছে ১.৩ জিএইচ জেড কোয়াড কোর প্রসেসর ১৩ মেগপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরা থাকছে এর মধ্যে ব্যাটারি রয়ছে ৩০০০ এমএএইচ এর

Photo Credit‘gizbot’

২. Micromax Bharat 5 Pro

মাইক্রোম্যাক্সের এই ফোনটির দাম ৪,৯৯৯ টাকা এই ফোনটিতে থাকছে ৫.২ ইঞ্চি কার্ভড ডিসপ্লে এবং প্রসেসর থাকছে ১.৩ গিগাহার্জ এর কোয়াডকোর প্রসেসর। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭ ন্যুগাট ক্যমেরা থাকছে ১৩ মেগপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
থাকছে।

Photo Credit‘Gizbot’

৩. YU Yunique 2 plus

এই ফোনটির দাম ৪,৪৯৯ টাকা ৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ডিসপ্লে থাকছে ১.৩ গিগাহার্জ অক্টোকোর মিডিয়াটেক প্রসেসর এই ফোনটি ৩ জিবি ও ৪ জিবি র‌্যাম দুটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে,
অ্যান্ড্রয়েড ৭ ন্যুগাট, প্রায়মারি ক্যমেরা ১৩ সেলফি ক্যমেরা ৫ মেগাপিক্সেলের এটিতে ব্যটারি থাকছে ২৫০০ এমএএইচ এর।

Photo Credit‘Gizbot’

৩. 10.Or D 2
এই ফোনটির দাম ৪,৯৯৯ টাকা
থাকছে ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ডিসপ্লে
১.৪ গিগাহার্জ অক্টোকোর স্মেপড্রাগন ৪২৫ প্রসেসর
৩ জিবি র‌্যামের সাথে ৩২ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ৮ ওরিয়ো, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যমেরা থাকছে এর মধ্যে ব্যটারি রয়েছে ৩২০০ এমএএইচ।p

Photo Credit‘gizbot’

৪. Micromax Evok Dual Note
এর দাম ৪,৭৯৯ টাকা ৫.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড ডিসপ্লে ১.৫ গিগাহার্জ অক্টোকোর মিডিয়াটেক প্রসেসর ৩/৪ জিবি র‌্যামের সাথে ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যমেরা থাকছে এটিতে ব্যটারি রয়েছে ৩০০০ এমএএইচ এর।

RELATED ARTICLES

Most Popular