ডিজিটাল ডেস্ক: ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ-এর ব্যবহারীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে এবং হোয়াটসঅ্যাপ ও তাদের ব্যবহারকারীদের জন্য প্রায়ই নতুন নতুন আপডেট এনে থাকে তাই লকডাউনের মাঝে গ্রাহকদের জন্য চারটি নতুন ফিচারসহ আনল হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে
অটো রিপ্লাই, মেসেজ সিডিউল, গ্ৰুপ ভিডিও কলিং, নতুন স্টিকার।
চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ এর এই বিশেষ ফিচারগুলি দ্বারা আপনি কি সুবিধা পাবেন।
অটো রিপ্লাই :
এই ফিচারটি হোয়াটসঅ্যাপে খুব উপযোগী হবে বলে মনে করা হচ্ছে। এই নতুন ফিচারস এর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপে আসা মেসেজের উত্তর নিজে থেকেই চলে যাবে। এই বৈশিষ্ট্যটি বিশেষত বিসনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উপযোগী। এই ফিচারটি ব্যবহার করতে, আপনাকে প্লে স্টোর থেকে Whatsapp Auto Reply অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর আপনি এই অটো রিপ্লাইয়ের সুবিধা পাবেন।
মেসেজ শিডিউল :
মেসেজ সিডিউল অপশনের মাধ্যমে আপনি কোনো মেসেজকে সিডিউল করে রাখতে পারবেন অর্থাৎ আপনি কাউকে যদি কোনো মেসেজ পাঠান তাহলে সেই মেসেজটি সেট করা টাইমে অটোমেটিক চলে যাবে প্রাপকের কাছে। এই সুবিধাটির মাধ্যমে আপনি কাউকে রাত ১২টার পর বার্থডে উইশ মেসেজ পাঠাতে পারবেন আপনাকে রাত ১২ টা অবদি জেগে থাকতেও হবে না। এরজন্য আপনাকে Whatsapp scheduler app ডাউনলোড করতে হবে।
নতুন স্টিকার :
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে হোয়াটসঅ্যাপ নতুন স্টিকার নিয়ে এসেছে। এই স্টিকার প্যাকের মধ্যে মুখে মাস্ক লাগানো স্টিকার ও পাওয়া যাবে। হু এর সাহায্য নিয়ে এই স্টিকারগুলি বানিয়েছে হোয়াটসঅ্যাপ।
গ্রুপ কলিং :
হোয়াটসঅ্যাপ তাদের নতুন আপডেটে গ্রুপ কলিং অনেক সহজ করে দিয়েছে। এখন একটি ক্লিকেই আপনি গ্রুপ মেম্বারদের কলিংয়ে যুক্ত করতে পারেন। এছাড়াও কোম্পানি বিটা ভার্সনে ৮ জন কে কলিংয়ে যুক্ত করার সুবিধা দিচ্ছে। আগে এই সংখ্যাটি ৪ ছিল সাম্প্রতি হোয়াটসঅ্যাপ এই নতুন আপডেটটি এনেছে।