২১এপ্রিল, রাত ১১টা:নবান্নে দেওয়া মুখ্যসচিবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের ৭ জেলায় ২৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে, রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪।৩ জনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫।গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও করোনা রোগী সুস্থ বলে ঘোষিত হননি।গত ২৪ ঘণ্টায় ৭১৩ জনের পরীক্ষা হওয়ায় রাজ্যে মোট ৬১৮২ জনের করোনা টেস্ট করা হয়েছে।
গত ২০ এপ্রিল পর্যন্ত দেশে ৩,২৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ২০ এপ্রিল সুস্থ হয়েছেন ৭০৫ জন। সবে মিলিয়ে সুস্থ হওয়ার হার ১৭.৪৮ শতাংশ। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। আগরওয়াল আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩৬ জন। মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৯৮৫ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস ১৫,১২২, সুস্থ বা ছেড়ে দেওয়া হয়েছে ৩২৬০, মৃত ৬০৩ জন।
অন্যদিকে, আইসিএমআরের বিশেষজ্ঞ আর গঙ্গাখেড়া বলেন, আাগামী ২ দিন রপিড টেস্ট কিট ব্যবহার করা যাবে না। বিভিন্ন ধরনের রপিড টেস্ট কিট এসেছে। ওগুলো আপাতত ব্যবহার না করাই ভালো। মঙ্লবার পর্যন্ত দেশে মোট ৪,৪৯,৮১০ স্যাম্পল টেস্ট করা হয়েছে।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭,২৬৫। মৃত ৫৪৩। গত ২৪ ঘণ্টায় ১৫৫৩ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৩৬ জনের।
সোমবার দিল্লিতে করোনা আক্রান্ত হলেন আরও ৭৮ জন। মৃত ২। সবেমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০৮১।তেলঙ্গানায় ১৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ল। মৃত্যু হল ২ জনের।মহারাষ্ট্রে নতুন করে ৪৬৬ জনের দেহে কোভিড-১৯ ধরা পড়ল। মৃত্যু হল ৯ জনের। সবেমিলিয়ে রাজ্যে আক্রান্ত ব্যক্তির সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৬৬৬। মৃত্যু হল মোট ২৩২ জনের।আহমেদাবাদ, রাজকোট ও সুরাটে ২৪ এপ্রিল পর্যন্ত কার্ফু জারি রইল।
মুম্বইয়ে ৫৩ জন সাংবাদিকের দেহে পাওয়া গেল করোনা ভাইরাস