Homeএখন খবরগুগলের নতুন স্মার্ট ডেবিট কার্ড করতে পারবেন সমস্ত ট্রানজাকশন

গুগলের নতুন স্মার্ট ডেবিট কার্ড করতে পারবেন সমস্ত ট্রানজাকশন

ডিজিটাল ডেস্ক: বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল এবার তারা একটি নতুন প্রজেক্ট এর উপরে কাজ করেছে। একটি টেক ব্লগে এর একটি প্রতিবেদনে জানা গেছে যে গুগল তাদের পেমেন্ট অপশনে একটি স্মার্ট ডেবিট কার্ড আনতে চলেছে যা কিনা আপনার গুগল পে অ্যাপ এর সাথে লিংক থাকবে এবং আপনি সেই কার্ডের মাধ্যমে যে কোন দোকানে অথবা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এটি ঠিক অ্যাপেলের মতোন আ্যপেল পে ব্যবহারকারীরা স্মার্ট ডেবিট কার্ড এর ব্যবহার করে নানান জিনিসপত্র কেনাকাটা করেন অনলাইন আর অফলাইনেও।

গুগলও এরকম ফিজিক্যাল ভার্চুয়াল দু’রকম কার্ডে বানানোর চিন্তা ভাবনা করছে।
এই কার্ডটি সিআইটিআই এবং স্ট্যানফোর্ড ফেডারেল ক্রেডিট ইউনিয়ন সহ বিভিন্ন ব্যাংক এর সাথে হাত মিলিয়ে এই নতুন পরিষেবাটি আনতে পারে।

গুগল তাদের পেমেন্ট অ্যাপ্লিকেশন কে আরো একধাপ এগিয়ে আনতে এরকম নতুন স্মার্ট ডেবিট কার্ড আনতে চলেছে।
এই কার্ডটি গুগোল পে অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক করা থাকবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই স্মার্ট কার্ড কে যখন তখন ব্লক করা যাবে আবার চালু করা যাবে এর থেকে কার্ড অনেকটাই সিকিউরিটির মধ্যে থাকবে। এবং সমস্ত ব্যবহারকারীরা তাদের সমস্ত ট্রানজেকশন অ্যাপটির মধ্যে দেখতে পাবেন। এছাড়াও ভার্চুয়াল স্মার্ট ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা ব্লুটুথ কানেকশন এর মাধ্যমে মোবাইল টু মোবাইল ট্রানজেকশন করতে পারবেন এর জন্য কোন কার্ড বের করতে হবে না। এর সাথে সাথে গুগল এই স্মার্ট কার্ড গুলিতে নানান ক্যাশব্যাক অফার ও আনতে পারে বলে জানা গেছে।

অ্যাপেল পে এর জন্য অ্যাপেল অনেক অনেক বেশি পরিমাণে রেভিনিউ জেনারেট করেছে আগের বছর এবং প্রায় ১৫ মিলিয়ন ট্রানজাকশন করেছে। অ্যাপেলর লাস্ট বছরের রেভিনিউ কলে টিম কুক বলেছেন যে অ্যাপেল কার্ড এর কারনেই ছুটির সময় গুলিতে অ্যাপেল ফোনগুলো বেশি পরিমাণে বিক্রি হয়।

RELATED ARTICLES

Most Popular