ডিজিটাল ডেস্ক: এই এপ্রিল মাসের মধ্যেই সস্তায় আইফোন আনতে পারে অ্যাপেল। এর নাম হতে পারে iPhone SE2 বা iPhone 9 আনুষ্ঠানিকভাবে এই ফোনের সম্বন্ধে অ্যাপেল কিছু না বললেও Front Page Tech নামক একটি ইউটিউব চ্যানেলে Jon Prosser নামে একজন টেক অ্যনালাইসিস্ট এই ফোন সম্বন্ধে ভিডিওটিতে বলেছেন। তার সাথে সাথে চিনের একটি নাম করা রিটেল সাইট JD.COM এ এই ফোনটি iPhone 9 নামে লিস্ট করা হয়েছিল। যা থেকে জানা যায় যে এই ফোনটি iPhone 9 নামেই লঞ্চ হতে পারে।
তবে ওয়েবসাইটে কোথাও বলা হয়নি যে কবে এই ফোনটি লঞ্চ হবে এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে এটা লেখা ছিল যে কামিং সুন এর থেকে বোঝা যায় যে খুব শীঘ্রই এই ফোনটি বাজারে আসতে চলেছে। তবে এই ওয়েবসাইটে এটা বলা হয়েছে যে এর সেল শুরু হবে ৯ মে থেকে।
এই ফোনটির দাম 399 ডলার রাখতে পারে অ্যাপেল যেটি ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,০০০ টাকা থেকে শুরু হতে পারে। তবে বিশেষ কিছু ফিচার এই ফোনে নাও থাকতে পারে। যেমন এই ফোনে iPhone X সিরিজের মতো ফেস আইডি সাপোর্ট থাকবে না বলে জানা গেছে।
iPhone 9 এ এই স্পিসিফিকেশন গুলি থাকতে পারে।
• ফোনটিতে থাকছে ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে
• এটাতে থাকতে পারে ৩ জিবি র্যাম।
• এ ১৩ চিপসেট প্রসেসর
• টাচ আইডি বাটন
• সিঙ্গেল ক্যামেরা কত মেগাপিক্সেলের সেটা এখনো জানা যায়নি
• ৩২-৬৪ স্টোরিজ ভেরিয়েন্ট থাকতে পারে
• এটাতে কোনো হেডফোন জ্যাক পাওয়া যাবে না