নিজস্ব সংবাদদাতা :দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। অথবা বিশেষ এলাকায় চালিয়ে যাওয়া হতে পারে লকডাউন এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রশাসন সূত্রে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে ইঙ্গিত মিলেছিল লকডাউন আর বাড়ানো হবেনা। খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন, লকডাউন প্রত্যাহার হলেও অবাধ হবেনা সব কিছু। কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রন করা হবে। কিন্তু মানু্ষের লকডাউন না মানার প্রবনতা হতাশ করেছেন সরকারকে। করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ঘোষনা করা হয়েছিল। সংক্রমণের শৃংখলকে ভাঙার জন্য ও তাতে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমার সম্ভাবনা ছিল। কিন্তু বহু এলাকায় সাধারণ মানুষ লকডাউনের তোয়াক্কা না করে সামাজিক দূরত্ব মানা হচ্ছেনা আর এরফলে সংক্রমনে নিয়ন্ত্রন রাখা যাচ্ছেনা।
এদিকে দেশে প্রায় ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে আক্রান্তের সংখ্যা।দিনের পর দিন লাফিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে,করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। উদ্বিগ্ন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, মুম্বই ও তার সংলগ্ন অঞ্চলে লকডাউনের মেয়াদ বাড়তে পারে দু’সপ্তাহ পর্যন্ত। উচ্চ পদস্থ সরকারি কর্তাদের একাংশও বলছেন লকডাউনের মেয়াদ বাড়াতে পারে প্রশাসন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সেখানে লকডাউন ধাপে ধাপে তোলার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু তা কীভাবে সম্ভব হবে, সে বিষয়ে রাজ্যগুলির পরামর্শ চান তিনি। কিন্তু দেশের এই পরিস্থিতি বিচার করে এখনই লকডাউন তোলা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে লকডাউনের ফলে অর্থনীতি জোরালো ধাক্কার মুখে চাপ বাড়ছে সরকারের। কিন্তু জীবন না জীবিকা সেই টানা পোড়েনে সরকার জীবনকেই অগ্রাধিকার দিতে চলেছেন বলে জানা গেছে।