Homeএখন খবরলকডাউনে বেলাগাম মেদিনীপুর, অলিতে গলিতে গাঁজা আর প্রকাশ্যে বেপরোয়া ছুটছে গাড়ি লাগাম...

লকডাউনে বেলাগাম মেদিনীপুর, অলিতে গলিতে গাঁজা আর প্রকাশ্যে বেপরোয়া ছুটছে গাড়ি লাগাম পরাতে রাস্তায় অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর শহর আছে তারই মত। লকডাউনের প্রথম দু’দিন যেন শনি রবির ছুটি কাটিয়ে ফের নেমে পড়েছে রাস্তায়। শহরের অলি গলিতে চলছে গাঁজা আর গাঁজাড়ি দের দাপট আর রাজপথে নিয়ম ভেঙে চলছে অবাধ যাতায়াত। পুরুষরা তো বটেই বাদ নেই মহিলারাও। দিব্যি স্কুটি উড়িয়ে চক্কর মেরে চলেছেন প্রকাশ্য রাস্তাতে। এ হেন শহরকে লাগাম পরাতে শুক্রবার রাস্তায় নামতে দেখা গেল খোদ অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষকে।

মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরের সামনের রাস্তায় এলআইসি মোড় এলাকায় দাঁড়িয়ে কার্যত নাকা চেকিং করে মাত্র আধঘণ্টার অভিযানেই শুক্রবার সকালে কয়েকশো ব্যক্তিকে আটক করলেন পুলিশকর্তারা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে এলআইসি মোড়ে দাঁড়িয়ে পুলিশ বাহিনী চার চাকার গাড়ি, বাইক আরোহী, রিক্সা ,সাইকেল আরোহীকেকে আটক করা হয়। মাত্র আধঘণ্টায় এই বিপুল আটকই বুঝিয়ে দেয় শহরের মানু্ষের লকডাউন সম্পর্কে কতটাই দায়িত্ব জ্ঞানহীন এই শহর। আটক মহিলাদের মধ্যেই অনেককে দেখা গেল সঙ্গে আরও একজন পড়শি কিংবা আত্মীয়াকে নিয়ে বেশ খোশ মেজাজেই বেরিয়েছেন। এক মহিলা আবার রিকশা করে বেরিয়েছেন বাজার করতে। আর প্রত্যেকেরই নানারকম অজুহাত।
গত কয়েকদিন ধরেই পুলিশ বাহিনী শহরের অলিতে গলিতে ঘুরে জমায়েত হওয়া জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও পুলিশ চলে আসার পরই একই দৃশ্য দেখেছে শহর।

গলিগুলির কোথাও কোথাও চোলাই আর গাঁজার ব্যাবসা চলছে বলেও খবর মিলেছে।
যেমন গাঁজার কারবার নিয়েই রণক্ষেত্রের চেহারা নিল মেদিনীপুর শহরের কুইকোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালী থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গাঁজা বিক্রি হতো অমিত চালকের বাড়িতে। শুক্রবার সকালে প্রতিবাদ পড়তে গিয়ে অমিত ও তার পরিবারের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে স্থানীয়রা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ছত্রভঙ্গ করে দেয়া হয় দু’পক্ষকেই।
যদিও অমিত চালক ও তার পরিবারের দাবি, করোনা আতঙ্ক ছড়ানোর দিন থেকেই গাঁজা ব্যবসা বন্ধ করে দিয়েছে তারা। ঘটনায় ইতিমধ্যেই অমিত চালককে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।অন্য দিকে এল আই সি মোড়ে আটক ব্যক্তিদের কয়েক ঘন্টা আটকে রাখার পর কড়া সতর্ক করে ছেড়ে দিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular