Homeএখন খবরলকডাউনের মাঝেই রক্ত নিতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর, আহত...

লকডাউনের মাঝেই রক্ত নিতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর, আহত ৪

নিজস্ব সংবাদদাতা: খিদে যেমন লকডাউন মানেনা, রোগও তেমন লকডাউন মানেনা আর সে রোগ যদি থ্যালাসেমিয়া হয় তবে তো কথাই নেই। শুক্রবার এমনই এক থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর প্রান হারাল জীবনীশক্তি ফিরিয়ে আনতে গিয়ে, রক্ত গ্রহন করতে যাওয়ার পথে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায়। ঘটনায় আহত রক্ত দেওয়ার জন্য সঙ্গে যাওয়া ব্যক্তি সহ চারজন।

পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ‘দীঘা-নন্দকুমার’ ১১৬ বি নম্বর জাতীয় সড়কের ওপর কাঁথি থানার অন্তর্গত ঘাটুয়া নামক স্থানের কাছে । ওই কিশোর ও তার পরিবার দীঘা থেকে সহ মোট পাঁচ জন একটি মারুতি গাড়ি ভাড়া করে কাঁথি মহকুমা হাসপাতালে আসছিল। এমনই সময় ঘাটুয়ার কাছে জাতীয় সড়কের ওপর একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ।

বিকট শব্দে ঘটনাটি দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সাথে সাথেই উদ্ধারের কাজে হাত লাগান তাঁরা। তাঁদেরই তৎপরতায় আহত ওই পাঁচ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে আসার পর হাসপাতালের কর্মরত চিকিৎসক ওই থ্যালাসেমিয়া আক্রান্ত ১৪ বছরের কিশোর শ্রীঞ্জন সেনকে মৃত্য বলে ঘোষণা করেন । এবং গুরুতর আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই মর্মান্তিক ঘটনায় দীঘা থানার মেদিনীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে । স্থানীয় বাসিন্দারা বলে , এইদিন একটি মারুতি গাড়ি দীঘার দিক থেকে কাঁথির দিকে যাচ্ছিলো।

রাস্তার কিছু অংশ গভীর খানা খন্দ ভরা। মেরামতির কাজ হয়নি বহুদিন। তারফলেই এই দুর্ঘটনা এবং প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে থাকে।নিহত ও আহতদের পরিবারের আত্মীয়রা জানিয়েছেন, আর পাঁচটা থ্যালাসেমিয়া রুগীর মতই নিয়ম করে রক্ত দিতে হত শ্রীঞ্জন কে। হাসপাতাল থেকে সেই রক্ত দেওয়া হত। লকডাউনের কারনে হাসপাতালে রক্তের সংকট থাকায় এবার রক্তদাতা যোগাড় করতে হয়েছিল তাদের। সেই রক্তদাতা যোগাড় করার পর আজ হাসপাতালে যাওয়ার পথেই এই দুর্ঘটনা।

RELATED ARTICLES

Most Popular