Homeএখন খবর১৫ই এপ্রিল থেকে বুকিং শুরু করল রেল, লকডাউন ওঠার আশায় দেশ

১৫ই এপ্রিল থেকে বুকিং শুরু করল রেল, লকডাউন ওঠার আশায় দেশ

নিজস্ব সংবাদদাতা: ১৪ই এপ্রিলের পর আর বাড়ছেনা ‌ধরে নিয়েই বুকিং শুরু করে দিল ভারতীয় রেল। পাশাপাশি এও জানা গেছে যে দেশের বিমান সংস্থাগুলিও শীঘ্রই বুকিং শুরু করে দেবে। ঘটনার খবর পেয়েই আশান্বিত দেশবাসী। মনে মনে সবার আশা বন্দীদশা হয়ত কাটতে চলেছে । দেশে ২১ দিনের লকডাউন শেষ হচ্ছে ১৪ এপ্রিল। ১৫ এপ্রিল থেকেই রেল ও বিমানে দূরপাল্লার ট্রেনে যাত্রা করা যাবে এমনটাই জানা যাচ্ছে। লকডাউনের মেয়াদ বাড়বে না বলে কেন্দ্রের পক্ষে জানানোর পরেই টিকিট বুকিং শুরু হয়ে গেছে।

এদিকে শুক্রবারই প্রধানমন্ত্রী ফের ভিডিও বার্তা দিতে চলেছেন দেশবাসীর উদ্দেশ্যে। মানুষ মুখিয়ে আছে প্রধানমন্ত্রী বলেন কিনা যে লকডাউন ১৪ এপ্রিল শেষ হচ্ছে। মাঝে এমন জল্পনা তৈরি হয়েছিল যে, লকডাউনের মেয়াদ বাড়তে পারে। এর পরেই কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়ে দেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই। যা শোনা যাচ্ছে তা নিছকই গুজব। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘বিজনেস লাইন’-কে পশ্চিম রেলের আমদাবাদ ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রদীপ শর্মা জানিয়েছেন, কেন্দ্রের থেকে লকডাউনের মেয়াদ না বাড়ার বার্তা পেয়েই ১৫ এপ্রিল এবং তার পরে যাত্রা করার জন্য টিকিট বুকিং শুরু করে দিয়েছে রেল।

ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, বিভিন্ন বিমান সংস্থাও ১৫ এপ্রিল থেকে ডোমেস্টিক টিকিট বিক্রি শুরু করেছে। কোনও সংস্থার পক্ষে কোনও ঘোষণা না করা হলেও স্পাইসজেট, গোএয়ার এবং ইন্ডিগো-র ওয়েবসাইটে ডোমেস্টিক উড়ানের টিকিট বুকিং করা যাবে বলে দেখা যাচ্ছে। সব মিলিয়ে লকডাউন প্রত্যাহৃত হওয়ার আশায় সারা দেশ।

RELATED ARTICLES

Most Popular