Homeএখন খবরলাঠির বিকল্প আনছে পুলিশ, এবার কান ধরে ওঠ বোসের পাশাপাশি, ব্যাঙ লাফানো,...

লাঠির বিকল্প আনছে পুলিশ, এবার কান ধরে ওঠ বোসের পাশাপাশি, ব্যাঙ লাফানো, পাক খাওয়া, ডন মারতে হবে, বাজেয়াপ্ত হতে পারে বাইক

নিজস্ব সংবাদদাতা: লকডাউন বলবৎ করতে গিয়ে লাঠি চার্জের সমালোচনার মুখে পুলিশ। দু’দিন মানু্ষের সমর্থন পেলেও লাঠি চার্জের বাড়াবাড়ি ক্ষুব্ধ করেছে স্বয়ং মূখ্যমন্ত্রীকে। কিন্তু পুলিশকে পুলিশের কাজ করতেই হবে। লকডাউন বলবৎ করতে না পারলে করোনা যুদ্ধে হেরে যাবে পুরো জাতি। আর বেয়াদপ জনতার একটা অংশ কিছুতেই বলপ্রয়োগ ছাড়া কথা শোনেনা। পুলিশকে তাই অন্য পথ বাছতে হচ্ছে। আর সেই অভিনব পথ বেছেও নিয়েছে পুলিশ। ভরা রাস্তায় কানধরে ওঠবোস তো রয়েছেই তার সঙ্গে যুক্ত হল ব্যাঙ লাফানো, ডন দেওয়া, রাস্তায় শুয়ে পাকদণ্ডি কাটার মত নানা রকম শাস্তিও।

পাশাপাশি রাস্তায় অপ্রয়োজনীয় ঘোরাঘুরির দায়ে এবার বাইক, এমনকি চারচাকাও আটক করে রেখে দিতে পারে লকডাউন চলা অবধি।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের পীড়াকাটা-ভাদুতলা রাস্তায় বেশ কয়েকজন যুবককে আটক করে রাস্তায় বাইক নিয়ে মজা করতে বেরুনোর দায়ে। রেলগেটের সামনে তাঁদের ২৫বার ডন দিয়ে ছাড়া হয়েছে। এক যুবককে ৫০মিটার রাস্তায় গড়িয়ে গড়িয়ে পাক খাওয়ানো হয়েছে। এদিনই মেদিনীপুর শহরে বাইক নিয়ে মৌজ মস্তি করতে বেরিয়ে এলআইসি মোড়ে ধরা পড়া তিনযুবককে ভরা রাস্তায় দাঁড় করিয়ে ৫০বার করে কান ধরে ওঠবোস করানো হয়েছে।

অন্যদিকে অন্য একটি জায়গায় দুই যুবককে ব্যাঙ লাফ দেওয়ানো হয়েছে ১৫মিটার।
রাজ্য পুলিশের এক কর্তা জানিয়েছেন, ” পুলিশ ছাড়াও সামরিক ও আধাসামরিক বাহিনীর নিজস্ব নিজস্ব শাস্তির বিধান রয়েছে যা নিয়মভঙ্গকারি জনতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা তারই কিছু প্রক্রিয়া খুঁজে বের করছি যা লাঠি চার্জের পরিবর্তে ব্যবহার করা হতে পারে। তবে এটাও ঘটনা যে অনেকদিনের অভ্যাস ভেঙে অন্য একটি অভ্যাসে অভ্যস্থ হওয়াটা সহজ নয়। আসতে আসতে মানুষ ঠিক অভ্যস্থ হয়ে যাবেন লকডাউনে।

প্রাথমিক ভাবে আমাদের এই সব শাস্তির বিধান করতে হয়েছে। কয়েকদিন পরে আশাকরি এসব প্রয়োজন হবেনা। তবে তারপরও বেয়াড়া মানুষজনদের শায়েস্তা করতে রাস্তায় থাকছে পুলিশ। আর নেহাৎই প্রয়োজন হলে জেল তো খোলাই আছে ।” রাজ্যের উচ্চ পদস্থ ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, প্রয়োজনে বাইক ও চারচাকার গাড়ি আটক করে রেখে দেওয়া হতে পারে বিধি ভেঙে রাস্তায় নামলে। ”

RELATED ARTICLES

Most Popular