নিজস্ব সংবাদদাতা : করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে মানু্ষের মরনবাঁচন লড়াই চলছে। সেই লড়াইকে আরও সাপোর্ট দিতে বিশ্বের কয়েকটি জায়েন্ট আইটি সংস্থার তৈরি বাজারে এনেছে করোনা ট্র্যাকার নামে বিশেষ টুল। এই টুল বাজারে এনে টেক প্রেমীদের মন জিতে নিয়েছে সংস্থা গুলি। সেই প্রতিযোগিতাতে পা মেলাতে এবার জিও বাজারে আনলো ” Symptom Checker ” । সংস্থা জানিয়েছে তারা এই টুল মানুসের জন্য উপলব্ধ করেছে তাদের অফিসিয়াল মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে। এই টুল ব্যবহার করে সহজেই যে কেউ জেনে নিতে পারবে তার শরীরে করোনার লক্ষণ আছে কিনা।
এখন জেনে নেয়া যাক , কিভাবে আপনিও নেবেন এই সুবিধা।
এই বিশেষ সুবিধা নিতে আপনাকে কে জিওর সদস্য হতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। জিও সূত্রে জানিয়েছে যেকেউ এই সুবিধা নিতে পারবে। এর জন্য শুধু তাকে মাই জিও (My Jio)এপ্লিকেশন টি প্লে স্টোর বা এপেল স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর ওই এপটি খুললেই সামনে আসবে একটি ব্যানার । এরপর ওই ব্যানারে ক্লিক করে সেখানে চাওয়া প্রশ্নের উত্তর দিলেই আপনাকে ওই এপই বলে দেবে আপনার কি করণীয়।
এই সুবিধা শুধু মোবাইল ব্যবহারকারীদের জন্যই নয়। ডেক্সটপ থেকেও নেয়া যাবে এই সুবিধা এরজন্য রয়েছে আলাদা একটি ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
আর জেনে নিন আপনি বা আপনার পরিবারের সদস্যদের তেমন কোনও লক্ষন আছে কিনা ! লড়াইটা কত সহজ হয়ে যাচ্ছে ভাবুন। এতদিন করোনায় আক্রান্ত হয়েও বুঝতে বুঝতে কয়েকদিন সময় লেগে যেত। যখন চিকিৎসকের কাছে যাওয়া হল তখন সংক্রমন অনেকটাই ছড়িয়েছে। এবার আর সেই ভয় রইলনা।