Homeএখন খবরমোবাইলের গতিও কমিয়ে দিচ্ছে করোনা, নেট সার্ফিং করতে গিয়ে দিশাহারা ঘরবন্দী জনতা

মোবাইলের গতিও কমিয়ে দিচ্ছে করোনা, নেট সার্ফিং করতে গিয়ে দিশাহারা ঘরবন্দী জনতা

নিজস্ব সংবাদদাতা ; মোবাইল স্লো হয়ে গিয়েছে , কাজ করছেনা ইন্টারনেট । ভাবছেন মোবাইলটার হইত কোন সমস্যা হয়েছে । তাহলে আপনাকে বলি এই সমস্যার জন্য কোনভাবেই আপনার স্মার্ট ফোন দায়ী নয় । এই সমস্যার জন্য দায়ী করোনা ভাইরাস । হ্যাঁ ঠিকই পড়েছেন , পরোক্ষভাবে দায়ী

এই করোনায় । আপনারা প্রত্যেকেই জানেন এই করোনা কে সামাল দিতে কেন্দ্র সরকার , রাজ্য সরকার সবাই বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন ও বেশ কিছু শহরকে লক ডাউন ঘোষণা করেছেন । এদিকে বেসরকারি সংস্থাগুলি Work@home চালু করেছে ।

এদিকে হঠাৎ করেই মানুষ গৃহবন্দী হয়ে পড়ায় মোবাইল নির্ভরতা দারুণ ভাবে বেড়ে গেছে। আগে কাজের সময় মোবাইল সার্চ বন্ধ থাকত এখন কাজ নেই আর এরফলে একসঙ্গে দশগুণ মানুষ ব্যবহার করছেন মানুষ।একমাত্র সঙ্গি হিসাবে কম বেশি প্রত্যেকেই ঝুঁকে পড়েছে নেট দুনিয়ার দিকে।এই পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা এক ধাক্কাই অনেকখানি বেড়ে গেছে। ফলে যথেষ্ট চাপের সৃষ্টি হয়েছে সার্ভার কোম্পানি ও ইন্টারনেট সার্ভিস প্রদানকারী কোম্পানি গুলোর ওপর।

এদিকে সরকারি নির্দেশ অনুযায়ী অফিসে বড় জমায়েত কমাতে নেট সার্ভিস বা সার্ভার কোম্পানিগুলি ছুটি দিয়ে দিয়েছে তাদের বড় অংশের কর্মচারীদের। দেখবেন কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে বা কোন বিষয়ে অভিযোগ জানাতে হলে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে মানুষজনদের। একদিকে নেট দুনিয়ায় প্রচণ্ড চাপ আর অন্য দিকে কর্মী সংকোচন ফলে কোন সমস্যা হলে দ্রুত তা সমাধান করার লোকের অভাব।

এই অবস্থায় ঝুলতে শুরু করেছে নেটের গতি। অবশ্য সার্ভার কোম্পানীগুলি জানাচ্ছে মঙ্গলবার নাগাদ ফের ফিরে আসছেন বড় অংশের কর্মচারীরা। আশা করা হচ্ছে তারপর থেকে ধিরে ধিরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular