আজ সোমবার, ২ রা আগস্ট ২০২১ বাংলার ১৬ ই শ্রাবণ ১৪২৮! ইংরেজি মাসের দ্বিতীয় দিন, সাপ্তাহিক কাজের প্রথম অন্যদিকে বাংলার পঞ্জিকার মাঝামাঝি।
মেষ : যে কোনো বিষয় ক্রয় বিক্রয়ের জন্য দিনটি শুভ। আপনি যদি সমাজসেবক হন তবে আজ সুনাম বাড়তে পারে। কাজে অবহেলা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। দাম্পত্য জীবনে আজ শান্তি পাবেন। শরীর ভালো যাবেনা। নিরাময়ের জন্য অন্যত্র যেতে হতে পারে।
বৃষ : ব্যবসায়ীদের ও উকিলদের জন্য দিনটি শুভ। লাভের মুখ দেখবেন। তবে দুপুরের পর ব্যবসায় সামান্য ঘাটতি যোগ। যাঁরা অতিরিক্ত পরিশ্রম করেন তাঁরা সাবধান হন। ফলে শরীর অসুস্থ হতে পারে। সআজ খুব কাছের মানুষের জন্য ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইনি কাজে সাফল্য পেতে পারেন। ছেলেমেয়ের জন্য ভালো খবর পাবেন।
মিথুন : আজ আপনার নতুন প্রোজেক্ট অনেকটা অগ্রগতির পথে। বাড়তি কিছু উপার্জন হবে । চাকুরীর জায়গায় জটিলতা। শৌখিনতার জন্য অতিরিক্ত খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। বাবা-মায়ের সঙ্গে অশান্তির আশঙ্কা। বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
কর্কট : দু’একটি ক্ষেত্র ছাড়া দিনটা বিশেষ সুবিধার নয়। বিশ্বাসী লোকও ঠকাতে পারে। তবে শুভানুধ্যায়ীদের দ্বারা পরিত্রাণ পাবেন। কোনও বিষয় নিয়ে মান সম্মানে টানাটানি হতে পারে। বদলির চাকরি হলে বদলির খবরও আসতে পারে। ব্যবসায় পুরানো সমস্যা কাটতে পারে। পিতামাতার স্বাস্থ্য দুশ্চিন্তার কারন হতে পারে।
সিংহ : আগে থেকে চেয়ে আসছেন এমন বিষয় আজ হস্তগত হতে পারে। শত্রুরা চাইলেও আপনার কাছে পরাস্ত হবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষে সম্মান প্রাপ্তি যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দেবে। আজ দুর্ঘটনা যোগ রয়েছে। কাজের লোক থেকে সাবধান। আজ ঝুঁকি নিয়ে কোনও কাজ করতে যাবেননা।
কন্যা : আজ ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যেতে পারে। জমি বাড়ি কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয় ও ব্যয় সমান থাকবে। ভাল কাজ করে সুনাম অর্জন করতে পারবেন। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। দাম্পত্য কলহ যোগ রয়েছে।
তুলা : আজ ইচ্ছা পূরণ হওয়ার জন্য মনে আনন্দ পাবেন। শিল্পী কলাকুশলীদের জন্য খুব ভাল সুযোগ আসবে। আজই নতুন বাড়ি তৈরির নিন। প্রতিবাদী মনোভাব ত্যাগ করুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হবে। পেটের রোগে ভুগবেন। নতুন কারও প্রেমে পড়তে পারেন।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে দিনটি ভালই যাবে। আপনার যুক্তি অন্যকে মুগ্ধ করবে। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। নিজের জন্য সম্পত্তি কেনার চেষ্টা করবেন। কারও কাছ থেকে খুব মূল্যবান জিনিস পেতে পারেন। মন চঞ্চল থাকবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।
ধনু : আজ দিন আপনার। ঘরে বাইরে দু’জায়গায় পরিস্থিতি আপনার অনুকূলে। সঙ্গে থাকবে। কোনও কিছু কেনা নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। এবং স্ত্রীর কারনে আয় হতে পারে। বন্ধুর জন্য খরচ বাড়তে পারে। সামাজিক কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। শরীর ভোগাতে পারে।
মকর : সহকর্মীর সাহায্য পাবেন। কিন্ত বন্ধুর কাছ থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা। প্রতিবেশীদের হিংসায় কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। আজ পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। দুর্ঘটনা যোগ রয়েছে।
কুম্ভ : কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। উপরের কর্তার চাপ বাড়বে। পারিবারিক শান্তি বজায় থাকবে। আজ উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব ভাল। প্রেমের বিষয়ে করও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। শরীর ভাল থাকবে।
মীন : ব্যবসায় বাধা, কর্মক্ষেত্রও খুব সুবিধার নয়। ভাল কাজ করেও অপমানিত হতে পারেন। আজ উচ্চশিক্ষায় সফল হতে পারবেন। বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় নাম করার সুযোগ আছে। কাছাকাছি ভ্রমণ হতে পারে। তবে দুর্ঘটনা যোগ রয়েছে। আপনার কথা আজ আপনার জন্য শত্রু বাড়াতে পারে। তাই শুধু দেখে যান। সব বিষয়ে মন্তব্য নাই বা করলেন।