Homeআবহাওয়াঘাটালে বন্যার বলি ১, চন্দ্রকোনাতেও জলে তলিয়ে গেলেন যুবক! ব্যারজের জলে একের...

ঘাটালে বন্যার বলি ১, চন্দ্রকোনাতেও জলে তলিয়ে গেলেন যুবক! ব্যারজের জলে একের পর এক গ্রাম জলের তলায়

নিজস্ব সংবাদদাতা: এই মরসুমের পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যায় প্রথম বলি হল রবিবার। ছুটির দিনেও পরিবারের প্রয়োজনে বাড়ির বাইরে বেরুতে হতে হয়েছিল তাঁকে কিন্তু বাড়ি ফেরা হলনা। বন্যার মরসুমের প্রথম মৃত্যুর খবরে শোকের আবহ ঘাটাল শহরে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সৈদুল মির্জা। ৪৫ বছরের মির্জার বাড়ি ঘাটাল পৌরসভার ৪ নং ওয়ার্ড আলমগঞ্জে বলেই জানা গেছে। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ওই ব্যক্তির বাড়ির কিছুটা দুরেই।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তি যখন কাজ সেরে নিজের বাড়ি ফিরছিলেন তখন বাড়ির সামনে রাস্তা থেকে পা পিছলে রাস্তার পাশে জলের স্রোতে পড়ে যান। আশেপাশের মানুষের নজরে আসার পরই কয়েকজন ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে অনেকদূর ভেসে গিয়েছিলেন মির্জা। পরে প্রায় ৫০০মিটার দুরে তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

অন্যদিকে প্রায় একই ঘটনা ঘটেছে ঘাটাল মহকুমারই চন্দ্রকোনা থানা এলাকার মনসাতলা চাতালের ওপর। স্থানীয় সূত্রে জানা গেছে ৩২ বছর বয়সী ওই যুবক
বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় যাচ্ছিলেন। সেই সময় বন্যার জল পেরুতে গিয়ে জলের স্রোতে ভেসে যান চন্দ্রকোনা ১ ব্লকের অন্তর্ভুক্ত মনসাতলা চাতালে। ওই ব্যক্তির নাম অভিরাম খামরুই বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি চন্দ্রকোনা থানা এলাকার দিয়াসা গ্রামে। ঘটনার খবর চাউর হতেই পরিবারের সদস্য সহ দিয়াসা গ্রামের গ্রামবাসীরা ছুটে আসেন। খবর যায় চন্দ্রকোনা থানায়।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন চন্দ্রকোনা থানার ওসি সমেত পুলিশ ও চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। কয়েক ঘন্টা স্থানীয় ভাবে চেষ্টা করেও যুবকের সন্ধান না মেলায় দুপুরের পর নামানো হয় NDRF টিমকে। বিকাল অবধি তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই জানা গেছে। এদিকে সমগ্র ঘাটাল মহকুমা জুড়েই ক্রমশঃ জল বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে। কয়েকশ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ জলবন্দী অথবা জলবন্দী হতে চলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular