Homeমহানগরখড়গপুরGunshot Kharagpur: খড়গপুরে ATM মেশিনে টাকা ভরতে যাওয়ার পথে গাড়িতে গুলি! আহত...

Gunshot Kharagpur: খড়গপুরে ATM মেশিনে টাকা ভরতে যাওয়ার পথে গাড়িতে গুলি! আহত ২

The Golbazar area of ​​Kharagpur city was shocked by the sound of gunfire on Tuesday. The miscreants shot at the workers on their way to fill the ATM of a state-owned bank. Two people were injured in the incident. The incident has caused a stir in the city. Active police started searching for the assassination. It was initially learned that the employees of a company in charge of depositing money had come out of a state-owned bank in Golbazar of Kharagpur city with a few lakhs of rupees. They intended to deposit the money in various ATM machines in the city. A few rounds of gunfire were fired as they were getting into a car with a trunk full of money. It is believed that the attack was carried out with the intention of looting money. Although the miscreants could not loot the money till the end.

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার গুলির শব্দে চমকে উঠল খড়গপুর শহরের গোলবাজার এলাকা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা ATM ভরতে যাওয়ার পথে কর্মীদের লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতিরা। ঘটনায় ২জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায়  রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। আততায়ীদের খোঁজে সক্রিয় পুলিশ শহরময় তল্লাশি শুরু করেছে।

প্রথমিকভাবে জানা গেছে খড়গপুর শহরের গোলবাজারে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কয়েকলক্ষ টাকা নিয়ে বের হয়েছিলেন ATM য়ে টাকা ভরার দায়িত্বে থাকা একটি কোম্পানির কর্মীরা। শহরের বিভিন্ন ATM মেশিনগুলিতে সেই টাকা ভরার উদ্দেশ্যে ছিল তাঁদের। তাঁরা যখন টাকা ভর্তি ট্র্যাংক নিয়ে নির্দিষ্ট গাড়িতে উঠছিলেন তখনই আচমকা কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মনে করা হচ্ছে টাকা লুটের উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়। যদিও শেষ অবধি দুষ্কৃতিরা টাকা লুট করতে পারেনি।

পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে গোলবাজারে অবস্থিত বাটার দোকানের ঠিক পেছনে। সকাল ১১টা নাগাদ এই ঘটনায় প্রাথমিকভাবে আশেপাশের লোকেরা হতচকিত হয়ে পড়লেও পরক্ষণেই দৌড়ে আসে কয়েকজন। তাদের সাহায্যেই আহত ২ ATM কর্মীকে নিয়ে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয় দুজনকেই। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। একজনের আঘাত একটু বেশি বলেই জানা গেছে।

একটি সূত্রে জানা গেছে আহত ২ নিরাপত্তারক্ষী হলেন মথুরমোহন রায় এবং সোমনাথ সরকার। মথুরের ডান পায়ের গোড়ালিতে এবং সোমনাথের বাঁ পায়ের হাঁটুতে গুলি লেগেছে। আহত ওই দুই কর্মীকে প্রাথমিক ভাবে নিয়ে যাওয়া হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। পরে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতরা জানিয়েছেন দুষ্কৃতিরা ৫থেকে ৬জন থাকতে পারে। মোট  ৪ রাউন্ড গুলি চলেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একাধিক ব্যবহৃত কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ। আঁটঘাঁট বেঁধে অপারেশনে নামা ওই দুষ্কৃতিদলটির অতর্কিত আক্রমণে ATM মেশিনে টাকা ভরতে যাওয়া কোম্পানির নিরাপত্তারক্ষীরা গুলি ছোঁড়ারই সুযোগ পাননি।

 

RELATED ARTICLES

Most Popular