Homeএখন খবরফের করোনার চোখ রাঙানি! শিলিগুড়িতে পালা করে প্রতিদিনই বন্ধ থাকবে হবে বাজার,...

ফের করোনার চোখ রাঙানি! শিলিগুড়িতে পালা করে প্রতিদিনই বন্ধ থাকবে হবে বাজার, দেখে নিন কবে কোথায় বাজার বন্ধ

নিউজ ডেস্ক: রাজ্যের মধ্যে সর্বাধিক করোনার সংক্রমণ হয়েছে দার্জিলিং জেলায়। তার ওপর অগাস্ট এ আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ,সম্ভাবনা এমনই। সবদিক থেকে সংক্রমণের কথা মাথায় রেখে শিলিগুড়ি প্রশাসনের নির্দেশ মতো বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি বেশ কিছু সিদ্ধান্ত নিল । এদিন প্রশাসক গৌতম দেব ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে । আগামী সোমবার থেকে সপ্তাহের ১ দিন করে বন্ধ রাখা হবে প্রতিটি বাজার।

সোমবার বন্ধ থাকবে টাউন স্টেশন বাজার (বাগরাকোট) , চম্পাসারী মোড় , চম্পাসারী এস.জে.ডি.এ. মার্কেট , নিবেদিতা রোড সবজি বাজার , ঝংকার মোড় সবজি বাজার , সুভাষপল্লী , রবীন্দ্রনগর ও রথখোলা বাজার। মঙ্গলবার বন্ধ থাকবে ডি.আই.ফান্ড পুরাতন বাজার , ডি.আই.ফান্ড . শিবাজী মার্কেট (সবজি) , জলপাইমোড় ও এন.জে.পি. স্টেশন মার্কেট ।

বৃহস্পতিবার বন্ধ থাকবে হায়দারপাড়া বাজার , ঘোগোমালী বাজার , গুরুংবস্তি বাজার, ডি.আই.ফান্ড. মার্কেট (কলাহাটি) , ডি.আই.ফান্ড. মার্কেট (মুড়িহাটি ও চালহাটি), এন.জে.পি. গেটবাজার এবং সবজি বাজার । মহাবীরস্থান বাজার ও টিকিয়াপাড়া বাজার বন্ধ থাকবে শুক্রবার ।এছাড়া শনিবার বন্ধ থাকছে শান্তিনগর বৌ-বাজার।

করোনা পরিস্থিতি বাগে আনতে মরিয়া রাজ্য। সংক্রমণ ধীরে ধীরে অনেকটা কমলেও এখনও বন্ধ লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ফের সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। শুক্রবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৩।শুক্রবার বেড়েছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৬ জনের। তবে ঊর্ধ্বমুখী সুস্থতার হারও।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯২ জন দার্জিলিংয়ের । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে দার্জিলি জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত উত্তর ২৪ পরগনার ৮৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। তৃতীয় স্থানে ফের জলপাইগুড়ি। একদিনে জলপাইগুড়ির ৬১ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। কলকাতা চতুর্থ স্থানে। কলকাতায় একদিনে সংক্রমিত ৫৭ জন।

RELATED ARTICLES

Most Popular