Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরSiliguri: বালুরঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুন,শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা থেকে গ্রেপ্তার সুপারি কিলার

Siliguri: বালুরঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুন,শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা থেকে গ্রেপ্তার সুপারি কিলার

নিউজ ডেস্ক: বালুরঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা থেকে গ্রেফতার এক যুবক।গত শুক্রবার বালুরঘাটের হিলিতে দুস্কৃতিদের গুলিতে প্রাণ হারান স্বর্ণব‍্যবসায়ী প্রদীপ কর্মকার। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার বাগডোগরার লাইফলাইন এলাকায় ফাঁদ পেতে এক দুস্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। এদিন দক্ষিণ দিনাজপুরের হিলি পুলিশ ও বাগডোগরা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য মেলে। ধৃতের নাম শুভম কুমার।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব‍্যক্তি বাগডোগরায় এসে বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে ছিল। মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে ধৃতকে গ্রেফতার করা হয়। পরে ধৃতকে হিলিতে নিয়ে যাওয়া হবে। এর আগে এই ঘটনায় জড়িত তিন দুস্কৃতি গ্রেফতার হয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকাটি ক্রমশ দুষ্কৃতি আখড়ায় পরিণত হচ্ছে।মাঝেমধ্যেই এই এলাকায় অভিযান চলছে পুলিশের।উঠে আসছে দুষ্কৃতিদের বিভিন্ন কাণ্ড কারখানার খবর।

ধৃত শুভম কুমার বিহারের বাসিন্দা।সে একজন সুপারি কিলার।হিলির স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে নিরাপদ আশ্রয় নিতে সে চলে আসে শিলিগুড়িতে।এখানে তার আগের থেকে দুটি ডেরা রয়েছে।একটি মাটিগাড়ার পরিবহন নগরে অবস্থিত।অন্যটি বাগডোগরার হরেকৃষ্ণপল্লিতে।এবারে শুভম উঠেছিল হরেকৃষ্ণপল্লির বাড়িতে।তবে বাইক সাড়াতে যাওয়াই কাল হল ধৃতের।পুলিশ মোবাইল ট্র্যাকিং-এর মধ্য দিয়ে জানতে পারে বাগডোগরার স্টেশন মোড়ে এশিয়ান হাইওয়ে এলাকার একটি গ্যারেজে আসছে শুভম।রীতিমতো ফিল্মি কায়দায় শুভমকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার আকস্মিকতায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ভীড় জমে উৎসুক জনতার।শুভমের সাথে খানিক ধস্তাধস্তি চলে পুলিশের।শুভমের কাছ থেকে একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,হরেকৃষ্ণপল্লির কার বাড়ি ভাড়া নিয়েছিল শুভম তা জানা যায়নি।মাটিগাড়ার পরিবহন নগরের বাড়িতে গিয়েছিল পুলিশ।সেখানে বিগত কয়েকদিনে যায়নি শুভম বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular