Homeএখন খবরFatal Rath Yatra: বিধি না মেনেই রথযাত্রা! রথের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক...

Fatal Rath Yatra: বিধি না মেনেই রথযাত্রা! রথের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বালকের

নিজস্ব সংবাদদাতা: প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশিকা ছিল রথযাত্রা না করানোর আর করানো হলেও তা করতে হবে দর্শকশুন্য অবস্থায়। পুরীর মন্দির থেকে মাহেশের রথ হয়েছে সেই নিয়ম মেনেই। কিন্তু লুকিয়ে চুরিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কোথাও কোথাও মেলা হয়েছে, রথ গড়িয়েছে ভিড় করা দর্শকদের মধ্যেই। সেরকমই একটি ঘটনায় রথের তলায় চাপা পড়ে মৃত্যু হল এক ৭ বছরের বালকের। সোমবার বিকালে মালদা থানা এলাকার মাধাইপুরের এইমর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশ্নও উঠেছে ওই এলাকায় রথ উপলক্ষ্যে ভীড় কী প্রশাসনের অজানা ছিল? নাকি সব জেনেও উদাসীন ছিল পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদার রসিলাদহের বাসিন্দা এক রাজমিস্ত্রি সুজন সাহার ক্লাশ টু’তে পড়া ওই ছেলের নাম সঞ্জয় সাহা। সঞ্জয় মায়ের হাত ধরে রথ দেখার জন্য মাধাইপুর এলাকায় গিয়েছিল। সেখানে রথ চলার পর থেমে ছিল। সেই সময় রথের প্রণাম করতে আসে অনেকে। সেই সময় রথের ওপরে উঠে পেছনের দিকে ছিল ছেলে। মা তখন রথের সামনের দিকে দেবতাদের পূজা নিবেদন করছিলেন। সেই সময় হঠাৎই রথটি গড়িয়ে যায়। অসাবধানতাবশত রথ থেকে পড়ে যায়। এরপর রথের চাকায় পিষ্ট হয় ওই বালক। গুরুতর জখম হয় সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আনা হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটি সনাতন মন্দিরে রথের মেলা দেখতে গিয়েছিল। রথ সাজিয়ে রাখা হয়েছিল পুজোর জন্যই। অনেকেই পূজো দিচ্ছিলেন। এর মধ্যে কে ঠেলে দেয়। আর তাই রথ গড়িয়ে যায়। চাকার মুখে পড়ে যায় শিশুটি। আর তার ওপর দিয়ে চলে যায়। বেশ উঁচু ছিল রথটি। শিশুটির বুকের ওপর দিয়ে চাকা চলে গিয়েছিল। মা সে সময় ছিলেন না। প্ৰথমে চেনাই যায়নি কার ছেলে। গন্ডগোল, হৈ-চৈ শুনে মা ছেলেকে খুঁজতে রথের পেছন দিকে গিয়ে না পেয়ে নিচে নেমে এসে ভিড়ের মাঝে ছেলেকে দেখতে পেয়ে কান্নায় লুটিয়ে পড়েন।

এই ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। যেমন করোনা পরিস্থিতিতে কী করে জমায়েত হল? এর পাশাপাশি আরও প্রশ্ন উঠেছে। এক বালক রথের ওপর উঠে গেল, আর কেউ দেখতে পেলেন না? এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি সূত্র জানাচ্ছে করোনা আবহে রথ চলার ক্ষেত্রে বিধিনিষেধ মেনেই রথ শুধু পুজোর জন্যই তৈরি করা হয়েছিল। তবে সেখানে বেশ জমায়েত হয়েছিল। আর এরই মধ্যে ভিড়ের চাপে অথবা কেউ ঠেলে দেওয়ায় গড়িয়ে যায় রথটি। রথের সামনের অংশেই ভিড় ছিল। রথ গড়িয়ে যায় পেছনের দিকে। তাতেই ওপর থেকে পড়ে রথের চাকার তলায় চলে যায় শিশু।ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular