Homeএখন খবরPolitics: 'বাবাকে বলো' মিম! ফোনে ফোনে জেরবার কাঁথির প্রবীণ সাংসদ! থানায় অভিযোগ...

Politics: ‘বাবাকে বলো’ মিম! ফোনে ফোনে জেরবার কাঁথির প্রবীণ সাংসদ! থানায় অভিযোগ দায়ের করলেন শিশির পুত্র দিব্যেন্দু

নিজস্ব সংবাদদাতা: ফোনে ফোনে জেরবার কাঁথির প্রবীণ সাংসদ, অশীতিপর শিশির অধিকারী। ফোন আসলেই বুকটা দুরুদুরু করে ওঠে, আবার কোনও অবাঞ্ছিত প্রশ্ন ছুটে আসবেনা তো? শুধুই অবাঞ্ছিত নয়, কিছু অশালীনও উচ্চারণও আসে। কিছু উপহাস করে, কিছু নিতান্তই অবান্তর। কয়েকদিন আগেই প্রবীণ এই সাংসদের নাম, ছবি , ফোন নম্বর দিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে ‘বাবাকে বলো’ নামে একটি মিম যা কিনা দিদিকে বলোর অনুকরণে তৈরি আর তারপর থেকেই আসছে ফোনগুলো। এবার সেই মিম য়ের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করলেন শিশির পুত্র দিব্যেন্দু অধিকারী।

ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার। বিধানসভায় রাজ্যপালের বাজেট বক্তৃতা নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য করেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘‘আমরা লোকসভা ভোটে ১৮টি আসন হারিয়ে একটি কর্মসূচি নিয়েছিলাম। যেখানে আমরা বলেছিলাম কন্যাশ্রী না পেলে দিদিকে বলো। রূপশ্রী না পেলে দিদিকে বলো। তাই বলছি দলত্যাগ বিরোধী আইন নিয়ে বিরোধী দলনেতাকে বলব, আপনি বাবাকে বলো কর্মসূচি নিন।’’ তারপর থেকেই ওই শিশির অধিকারীর ছবিকে লোগো বানিয়ে তাঁর নাম ও ফোন নম্বর দিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে মিম।

নেটমাধ্যমে তৃণমূলের পক্ষ থেকে সাংসদ শিশির অধিকারীর মোবাইল নম্বর দিয়ে এমনই প্রচার শুরু হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাঁরা এমন প্রচার করছেন মানুষ তাঁদের গায়ে থুতু দেবে বলে মন্তব্য করেন তিনি। এবার সেই প্রচার নিয়েই পুলিশে অভিযোগ দায়ের করলেন শিশির বাবুর ছেলে এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ, তাঁর বাবা শিশির অধিকারীর ছবি দিয়ে ফেসবুকে বাবাকে বলো লেখা একটি লোগো ছড়িয়ে দেওয়ার পরই ফোন আসছে যার অধিকাংশই কাঁথির সাংসদকে বিরক্ত করার উদ্দেশ্যেই করা হচ্ছে।

ফেসবুকে এই লোগো ছড়িয়ে দেওয়ার জন্য মোট পাঁচ জনের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন দিব্যেন্দু৷ তারা হল সন্ধ্যা ধাউ, প্রশান্ত কাডু বসু, অরিজিৎ নন্দী, শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এবং চন্দন জানা৷ অবিলম্বে যাতে ফেসবুক থেকে ওই লোগো সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয় এবং বাকি যারা এই লোগো ফেসবুক বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ কোনও রকম অনুমতি না নিয়েই এই লোগো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে শিশির বাবু মানুষ মানসিক উদ্বেগ এবং যন্ত্রণার শিকার হচ্ছেন বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে৷

RELATED ARTICLES

Most Popular