Homeএখন খবরলকডাউন কাটিয়ে রাস্তায় নেমেই বিপত্তিতে বাস ! নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের রেলিং...

লকডাউন কাটিয়ে রাস্তায় নেমেই বিপত্তিতে বাস ! নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের রেলিং ভেঙে মৃত ১, আহত ১৭

নিউজ ডেস্ক:রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার থেকে রাস্তায় নেমেছে সরকারি ও বেসরকারি বাস।প্রথম দিনেই বিপত্তি।নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙে ঢুকে পড়ে মিনি বাস। বাসের নিচে আটকে পড়েন এক বাইক আরোহী। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বাসের মধ্যে একাধিক যাত্রী ছিলেন। অনেকেই আহত হয়েছেন বলে খবর।

হাওড়া থেকে মেটিয়াবুরুজের দিকে যাচ্ছিল মিনি বাসটি। রেড রোডের উপর আচমকা নিয়ন্ত্রণ হারায়। তখনই গাড়ির সামনে ওই বাইক আরোহী চলে আসেন। বাইক সমেত বাসের নিচে আটকে পড়েন তিনি। সেই অবস্থাতেই ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে বাসটি। পাঁচিল ভেঙে বাসের কিছুটা অংশ সংরক্ষিত এলাকার ভিতরে ঢুকে যায়। সঙ্গে উপস্থিত জনতা ছুটে আসেন। বাসের মধ্যে বেশ কয়েকজন যাত্রী আটকে ছিলেন বলে শোনা গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পাশাপাশি পুলিশে খবর দেওয়া হয়।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন পুলিশকর্মীরা। ক্রেন দিয়ে বাসটি সরানো হয়। বাসের নিচে আটকে থাকা বাইক আরোহীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। বাইকটিতে পুলিশ লেখা ছিল বলে জানা গিয়েছে। তাতেই পুলিশ কর্তাদের অনুমান বাইক আরোহী পুলিশের কর্মী হতে পারেন। অনেকে দাবি করছেন বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। অন্ততঃ ১৭জন আহত হয়েছেন বলে জানা গেছে। চালকও আহত হয়েছেন বলে খবর। আহতদের SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে আবার ৪ জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর বাসটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েছিল। অনেক সময় এমন পরিস্থিতিতে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে গাড়ি থামানোর চেষ্টা করেন চালক। আর এক্ষেত্রেও তেমনটা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু গতি বেশি থাকায় গাছ ভেঙে গিয়ে পাঁচিলে ধাক্কা মারে বাসটি। উল্লেখ্য, গত বৃহস্পতিবারই ব্রিজ থেকে ফোর্ট উইলিয়াম ক্যাম্পাসে উলটে পড়ে বিশাল এক ট্যাঙ্কার। সাতরাগাছি থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি।

দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে যে বাঁকটি রয়েছে, সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে নিচের ফোর্ট উইলিয়াম ক্যাম্পাসের পাঁচিলে। সপ্তাহখানেক আগের সেই ঘটনায় চালক ও খালাসি আহত হয়েছিলেন।

RELATED ARTICLES

Most Popular