নিউজ ডেস্ক: দেশে এখনও পর্যন্ত তিন কোটিরও বেশি মানুষ করোনার ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ লক্ষ ৯০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৫০,৮৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৩৫৮, জন আক্রান্ত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার, ৬৮,৮১৭ জন মানুষও করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন, গতকাল, ১৩,৩২৭ চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমেছে। এর আগে সোমবার, ৪২,৬৪০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি- মোট করোনায় আক্রান্ত হয়েছেন – ৩ কোটি ২৮ হাজার ৭০৯ মোট করোনার পরীক্ষা হয়েছে- ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ ।। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা – ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ ।। মোট করোনায় মৃত্যু হয়েছে- ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন।
দেশে টানা ৪১ তম দিনে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। ২২ শে জুন অবধি, সারা দেশে করোনার ভ্যাকসিনের ২৯ কোটি ৪৬ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। একই সঙ্গে, এখন পর্যন্ত ৩৯ কোটি ৫৯ লক্ষেরও বেশি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে প্রায় ১৯ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ৩ শতাংশের বেশি।
অন্যদিকে,পশ্চিমবঙ্গে বর্তমানে সংক্রমনের চেয়ে বেশি সুস্থতার হার।মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৮৫২ জন এবং এই সময়কালে প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪, ৮৩, ৫৮৬ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৪৩৭।
স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,০৩৭ জন।সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪,৪৫,৪৯৩ জন। তবে স্বস্তির খবর এটাই যে, জেলাজুড়েই করোনা সংক্রমণের গ্রাফ অবশেষে নিম্নগামী।