Homeএখন খবরখড়গপুর রেল স্টেশনের থার্মাল স্ক্যানারে ধরা পড়ল জ্বর, অস্বস্তি! করোনা সতর্কতায় মালদার...

খড়গপুর রেল স্টেশনের থার্মাল স্ক্যানারে ধরা পড়ল জ্বর, অস্বস্তি! করোনা সতর্কতায় মালদার যুবককে ট্রেন থেকে নামিয়ে রেল হাসপাতালে ভর্তি করা হল

নিজস্ব সংবাদদাতা: করোনা সন্দেহ ব্যাঙ্গালুরু থেকে ফেরৎ এক যুবককে ট্রেন থেকে নামিয়ে দক্ষিন পূর্ব রেলের খড়গপুর ডিভিশন হাসপাতালে ভর্তি করল রেল সুরক্ষা বাহিনীর জওয়ানরা। বুধবার সকালের ঘটনায় রীতিমত হৈচৈ পড়ে যায় খড়গপুর রেল স্টেশন ও রেল হাসপাতাল চত্বরে। বর্তমানে ওই যুবককে রেল হাসপাতালের পৃথক একটি বিছিন্ন ওয়ার্ড বা আইশোলেশনে রাখা হয়েছে।

 

রেল জানিয়েছে তাঁকে নিরন্তন পর্যবেক্ষনে রেখেছেন রেলের চিকিৎসকরা। প্রয়োজনে বুধবারই তাকে বেলেঘাটা আইডি হাসপাতালের করোনা চিকিৎসা কেন্দ্রে পাঠানো হতে পারে।
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে ব্যাঙ্গালোর গৌহাটি তিনসুকিয়া এক্সপ্রেসে সফররত ওই যুবক ব্যাঙ্গালুরুর একটি অভিজাত হোটেলে কর্মরত। কয়েকদিনের ছুটি পেয়ে তিনি মালদার বাড়িতে ফিরছিলেন। ট্রেনের মধ্যেই তিনি জ্বর এবং সর্দিতে কাবু হয়ে পড়েন। ওই সময় তিনি তার সহযাত্রীদের বলেন যে তিনি যে হোটেলে কর্মরত সেখানে প্রচুর বিদেশী আসেনা যাঁদের মধ্যে চিন , ইওরোপ ও আরবদেশ গুলি থেকে আসা পর্যটক ও ব্যবসায়ীরা থাকে। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে রেলের কামরায়। খবর যায় রেলের কর্তাদের কাছে। সঙ্গে সঙ্গে রেলের চিকিৎসকদের একটি দল ট্রেনের মধ্যেই ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁরাও নিশ্চিত হন যে যুবকের শরীরে উচ্চ তাপমাত্রা ও অস্বস্তি সূচক রীতিমত বিপজ্জনক। তাঁরাই যুবককে খড়গপুর স্টেশনে নামার পরামর্শ দেন।

বুধবার সকালে খড়গপুরে তিনসুকিয়া এক্সপ্রেস ঢোকামাত্রই রেলের সুরক্ষা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা ওই যুবককে নামিয়ে খড়গপুর রেল স্টেশনের থার্মাল স্ক্যানারে পরীক্ষা করলেও তাঁর শরীরে উচ্চ তাপমান ধরা পড়ে। এরপরই যুবককে সোজা অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় রেলের হাসপাতালে। আপাতত সেখানেই আছে যুবক। গোটা বিষয়টি জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরকে। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই রেলের খড়গপুর ডিভিশনের এই হাসপাতালে একটি পৃথক বিভাগই খোলা হয়েছে। একটি আইশোলেশন ওয়ার্ড ছাড়াও পৃথক অ্যাম্বুলেন্স, স্ট্রেচার ইত্যাদি প্রস্তুত রাখা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular