নিউজ ডেস্ক: দেশে যেখানে করোনা মহামারীর মত জটিল সময়ে কিছু অসাধু অ্যাম্বুলেন্স চালকরা রোগীদের খারাপ সময়ের সুযোগ নিয়ে তাদের থেকে মোটা অংকের টাকা আদায় করেছেন। সেখানে শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দা ৪৯ বছর বয়সী মুনমুন সরকার এই অসময়ে রোগীদের দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
উত্তরবঙ্গের প্রথম মহিলা টোটো চালক মুনমুন সরকার তার টোটোটিকে মানুষের স্বার্থে অ্যাম্বুলেন্সে পরিণত করেছেন। তিনি করোনা রোগীদের জন্য ২৪ ঘন্টা, বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন।
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মুনমুন দেবী বলেন বলেন, “গত বছর করোনা মহামারী চলাকালীন অ্যাম্বুল্যান্স চালকরা করোনা রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করেছিল।সেই সময়ই আমি আমার ই-টোটোটিকে অ্যাম্বুলেন্স বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ আমি অ্যাম্বুলেন্স বানিয়ে, বিনামূল্যে করোনা পজিটিভ রোগীদের পরিষেবা দিচ্ছি “।
শুধু এটি নয়,মুনমুন দেবী একাহাতে করোনা রোগীদের বাড়ি এবং থানা, শ্মশান এবং ধর্মীয় স্থানগুলির মতো জায়গাগুলি স্যানিটাইজ করেন।
তিনি আরও যোগ করেন, “করোনা রোগীদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় আমি বুঝতে পেরেছিলাম যে, কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য স্যানিটাইজেশন জরুরি। তারপরেই একজন আমাকে একটি স্যানিটাইজিং মেশিন উপহার হিসেবে দিয়েছিলেন,এরপরই আমার কাজটি আরও সহজ করে যায় এবং আমি করোনা রোগীর বাড়ি সহ অন্যান্য স্থানগুলি স্যানিটাইজ করতে শুরু করি।