নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সোপরে সিআরপিএফ এবং পুলিশ দলের উপর বড় সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা সিআরপিএফ এবং পুলিশ দলকে (জে ও কে পুলিশ) আক্রমণ করেছে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য শহীদ হয়েছেন। একই সময়ে আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া এই সন্ত্রাসী হামলায় ২ জন নাগরিকরও মারা গেছেন।
রাজ্য পুলিশ সূত্রে খবর, এই হামলার লক্ষ্য ছিলেন সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী। এদিন সকালে আরামপোরা এলাকায় টহলদারি সময় তাঁদের ওপর হামলা হয়। আচমকা এই হামলার প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা জবাব দেন নিরাপত্তা বাহিনী।
শেষ পাওয়া খবর পর্যন্ত, জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাসি চালাচ্ছে পুলিশ। এই হামলার ঘটনায় নিন্দায় সরর সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজনীতিবিদরা। এদিকে, জঙ্গি এনকাউন্টার কিংবা সংঘর্ষে উপত্যকার একাধিক এলাকা উত্তপ্ত হচ্ছে বারংবার। গত ফেব্রুয়ারি মাসে বুধগাম জেলার বীরওয়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান এক পুলিশকর্মী। জঙ্গি ও সুরক্ষা বাহিনীর মধ্যে লড়াইয়ে আরও এক কর্মী আহত হয়েছিলেন।
কাশ্মীরের আইজি বিজয় কুমার বলেছেন যেজ সোপরে এই হামলায় দুই পুলিশ সদস্য শহীদ হয়েছেন। একই সময়ে এই আক্রমণে দুজন নাগরিকও মারা গিয়েছেন। এই হামলায় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে।