Homeএখন খবরমাস্ক এবং স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পন্য ঘোষনা কেন্দ্রের, বেনিয়মে ৭বছরের জেল

মাস্ক এবং স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পন্য ঘোষনা কেন্দ্রের, বেনিয়মে ৭বছরের জেল

নিজস্ব সংবাদদাতা: করোনার দাপট রুখতে মাস্ক ব্যবহার এবং বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সারা বিশ্বের সাথে একই নিদান ভারত সরকারেরও। আর এই সু্যোগ নিয়ে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার নিয়ে শুরু হয়েছে কালোবাজারি। কোথাও কোথাও বাজার থেকে হাওয়া হয়ে যাচ্ছে মাস্ক। ১০টাকার মাস্ক বিক্রি হচ্ছে ৪০টাকায়, দোকানে মিলছে না হাত। কেন্দ্র সরকারের ধারনা কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে পরিস্থিতির। আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভসকে অত্যাবশ্যকীয় পন্য বলে ঘোষনা করল কেন্দ্র সরকার। ১৯৫৫ সালের এই কেন্দ্রীয় আইন বলে ওই পন্য দুটির সরবরাহ স্বাভাবিক ও মসৃন রাখতে এবং যে কোনও ধরনের বাধা রুখতে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের হাতে।

 

এরই পাশাপাশি বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে কেন্দ্র সব ধরনের মাস্ক যেমন দ্বিস্তরীয়, ত্রিস্তরীয় এবং এন-৯৫ জাতীয় এবং হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভসেরা সরবরাহ অক্ষুন্ন রাখার জন্য রাজ্যগুলিকেও পরামর্শ দিয়েছে। বলা হয়েছে আগামী ৩০শে জুন বা ১০০দিন অবধি এই ব্যবস্থা কার্যকরী থাকবে।
সরকারের তরফে জানানো হয়েছে সতর্কতার খাতিরে আগেভাগেই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট’ অনুযায়ী এইসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য হিসেবেই বিক্রি করা করা হবে। কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কার্যকর হবে দেশের সব রাজ্যে।

 

কালোবাজারির ফাঁদে না পড়ে ক্রেতারা যেন সহজে এবং সুলভে করোনাভাইরাসের সংক্রমণ এড়ানোর জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন সেইজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। ‘এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট’-এর আওতায় থাকা এই নিয়ম না মানলে দোষীর ৭ বছর পর্যন্ত জেল হওয়ার সম্ভাবনাও রয়েছে।

RELATED ARTICLES

Most Popular